সাহিত্যের সাথে পথ চলা-০৪
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৮ জুলাই, ২০১৫, ১২:০৭:৪০ রাত
জেনুইন লাইব্রেরীর বারান্দায় দাঁড়িয়ে মিল্টন,
প্যারাডাইস লস্ট করে বিহবল এখনো,
জনাথন সুইফট বললো গালিভার'স ট্রাভেলে চলো।
সমুদ্র আমার আজন্ম ভালবাসা,
কোলরেডিজের এনসিয়েন্ট মেরিনারের সাথে
বিশাল সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আমি মুগ্ধ,
মনে হল অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ণ,
কিন্তু না,
দেখলাম নোবেল লরিয়েট হেমিংওয়েকে,
স্বাগত জানালেন,
পরিচয় করিয়ে দিলেন দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি এর সাথে।
অতৃপ্তি কি ক্ষয় হচ্ছে!
মনোহর প্রকৃতি ফেঁড়ে বেরিয়ে এলেন কিট্স
অটামকে বুকে নিয়ে,
সাথে আছেন রবার্ট হেরিক,
ড্যাফোডিলের অকাল প্রয়াণে কাতর।
মানব জীবনের সাথে তুলনা?
সামনে এগিয়ে যাই-
নিঃসংগ শস্য কর্তনকারিনীর গান শু্নছেন ওয়ার্ডসওয়ার্থ,
আর ঘাস হতে চান হুইটম্যান!
পিপাসার প্রবলতা বাড়ে আরো,
সবুজ গাছের নিচে বসে আছেন সেক্সপিয়ার।
আমি বুঝলাম আমার পথ ফুরাবেনা,
বেশতো, আমিও নাছোড়বান্দা।
দেখতে চাই পথের শেষ-------
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন