সাহিত্যের সাথে পথ চলা-০৩

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৭ জুলাই, ২০১৫, ০২:০৩:২৬ রাত

অতপর স্থবিরতার কবরে দীর্ঘকাল বসবাস।

সাহিত্যের উঠোনে বেড়ে উঠে ব্যাঙের ছাতা,

অপেক্ষা ,অপেক্ষা উত্তরণের।

একদিন বেখেয়ালে পা রাখলাম চৌহদ্দির বাইরে,

সেই সময় হাতে দাঁড়িয়ে সুনীল,

বলে উঠলেন, "কেঊ কথা রাখেনি।"

লোটা কম্বল নিয়ে সামনে যেতেই

উত্তারাধিকার নিয়ে হাজির সমরেশ,

কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী নিয়ে

আমি তো আড়মোড়া ভাঙছি সবে,

যাও পাখি বলে মানব জমিনে এসে দাঁড়ান শীর্ষেন্দু।

উপস্থাপনার রসগোল্লা যখন গিলছিলাম

দিব্য জ্ঞান হারিয়ে,

কাছের মানুষ হয়ে গেলেন সুচিত্রা ভট্টাচার্য।

পূর্ণেন্দু পত্রীর কথেপকথন শুনতে শুনতে

বিমুগ্ধ আমি খেয়ালিই করিনি

সঞ্জীব নিয়ে এসেছেন ইতি তোমার মা।

ভাবলাম যাবার সময় হলো বলে।

কিন্তু ইস্পাতের মতো আমার আখাংকা

পুনরুজ্জীবিত হয় তলস্তয়কে দেখে,

আনা কারেনিনা মেটাতে চায় আমার রাক্ষুসি ক্ষুধা।

অথচ না।

আবার পথ চলা-------

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328959
০৭ জুলাই ২০১৫ সকাল ১১:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে প্রশ্ন না করে সাথে আছি।মুসা আ. যেমন খিজির আ. এর সাথে থেকে ছিলেন। অবশ্য মুসা আ.আর বেশিক্ষণ প্রশ্ন না করে থাকতে পারেন নি কথা দিয়েও। অনেক ধন্যবাদ সেলিম ভাই।তাই বলতে চাই,
‍সাহিত্যের সাথে, আমিও আছি আপনার সাথে।
০৭ জুলাই ২০১৫ সকাল ১১:৩৪
271203
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই। আপনাদের অনুপ্রেরনা সামনে এগিয়ে যেতে সাহস জোগায়।
329068
০৮ জুলাই ২০১৫ রাত ০৩:৫১
প্রগতিশীল লিখেছেন : আমি মুগ্ধ আপনার অধ্যয়নের গভীরতায়...আমার মত কমেন্ট কৃপণ আপনার পোস্টে কেবল কমেন্ট করেই যাচ্ছে এটাই আমার মুগ্ধতা...
০৮ জুলাই ২০১৫ রাত ১১:৫৩
271529
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ প্রগতিশীল।
329091
০৮ জুলাই ২০১৫ সকাল ০৬:৪৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ ভালো লাগলো।
০৮ জুলাই ২০১৫ রাত ১১:৫৪
271530
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File