সাহিত্যের সাথে পথ চল-০২

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৬ জুলাই, ২০১৫, ০২:২৩:৩৭ রাত

নজরুল কি শুধু মৃত্যু ক্ষুধার কবি?

তেডে এসে বাগডা দিলে স্বভাবসুলভ কায়দায়।

এবং "বিদ্রোহী" কবিতা নিয়ে বসলাম।

সঞ্চিতা,বিষের বাঁশির সুরে আত্মহারা আমি,

ভজন, গজল আর প্রেমের গানে মগ্ন।

হঠাত একদিন "নির্ঝরের স্বপ্নভংগ" নিয়ে এলে,

কান পেতে শুনি যেন মহাসমুদ্রের গান,

সবকিছু ভেংগে হয় চুরমার।

সাত সাগরের মাঝি আমায় ডাক দিয়ে যায়,

হাজার বছর ধরে আমি খুঁজতে থাকি আরেক ফাল্গুন,

সোনালী কাবিনের হাত ধরে আমার পূর্ব বাংলায় এসে শুনি

স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝর কবিতা অবিনাশী গান।

আমি আন্দোলিত হই।

কিন্তু এতেও তোমার ভয়।

তবু আমি পড়ে ফেলি যে জলে আগুন জ্বলে,

কিংবা এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার।

তোমার শান্তি মিলেনা।

অজানার হাতছানি তোমাকে করে উতলা,

আবার তুমি পথে নামো,

আবার পথ চলা,

আবার প্রশান্তি খোঁজা শব্দের মাঝে,ছন্দে কিংবা উপমায়।

নাকি গন্তব্যে পৌঁছার সোপান সন্ধান!

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328811
০৬ জুলাই ২০১৫ রাত ০২:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ হয়েছে কবি। লিখে যান সাথে আছি। ধন্যবাদ..
০৭ জুলাই ২০১৫ রাত ০২:০৬
271174
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ প্রিয় মাছুম ভাই।
328816
০৬ জুলাই ২০১৫ রাত ০৩:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ জুলাই ২০১৫ রাত ০২:০৬
271173
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ
328831
০৬ জুলাই ২০১৫ দুপুর ০১:১৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় কবিকে ব্লগে একটিভ দেখে ভাল লাগছে । আশা করি নিয়মিত পাব । Good Luck Good Luck Good Luck
কবিতা ভাল হয়েছে ।
০৭ জুলাই ২০১৫ রাত ০২:০৫
271172
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ বাহার ভাই। আপনার অনুপ্রেরনাই আমাকে সক্রিয় করেছে।
329067
০৮ জুলাই ২০১৫ রাত ০৩:৪৯
প্রগতিশীল লিখেছেন : এমন কবি বাংলাদেশ খুঁজছে...
০৮ জুলাই ২০১৫ রাত ১১:৫৮
271531
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রগতিশীল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File