সাহিত্যের সাথে পথ চলা

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৫ জুলাই, ২০১৫, ০১:১০:৫৭ রাত



একদিন শীতের আকাশ ফেটে বৃষ্টি নামার মতো

দেখা হলো জীবনানন্দের সাথে,

"বনলতা সেন"টা ধরিয়ে দিয়ে তিনি পগারপার।

আমিতো মুগ্ধ; ভাবলাম হাজার বছর পথ চলব,

মুখোমুখি হব বনলতা সেনের,দীঘল কালো চুল।

তুমি বললে " পড়োনা ঐ কবিতা"।

কোলে বসিয়ে দিলে শ্রীকান্তকে।

আবার আমি মুগ্ধ হলাম।

চাঁদনি রাতে চুপিসারে পথে নামালো শ্রীকান্ত,

ভবঘুরে হব।

আরেকবার তুমি চন্ডালিনী হলে,

ভয় পেলে এবুঝি দেবুর সাথে সাক্ষাত হয়।

রাজলক্ষীকে তোমার ভারী হিংসে।

বেচারী!

রাগ করে আমি পথের পাঁচালি ধরলাম,

কিন্তু সর্বজয়ার ছায়া স্বপ্নে পথহারা আমি

অপরাজিতায় ডুবলাম।

প্রকৃতিই বুঝি মুক্তি দেবে আমায়।

তুমি বললে ওসব ছাড়,

পাগল পাগল ভাব।

ধ্যত্যেরি ছাই।

কখন যে মৃত্যু ক্ষুধায় টেনে নিল আমায়-

মালোপাড়া, খ্রীষ্টান মিশনারি,ধর্মান্তর,

রাক্ষুসের মতো খিদে,

আবার তুমি !

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328673
০৫ জুলাই ২০১৫ রাত ০২:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ হয়েছে কবি। আরো চাই, আশাকরি আমাদের প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ..
০৬ জুলাই ২০১৫ রাত ০২:২৬
271049
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যমিনহাজ মিনহাজ ভাই।
০৬ জুলাই ২০১৫ রাত ০২:২৮
271050
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মিনহাজ ভাই।
328711
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:০৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ্‌! চমৎকার Thumbs Up Applause
০৬ জুলাই ২০১৫ রাত ০২:২৮
271051
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ ফাতিমা মারিয়াম।
329066
০৮ জুলাই ২০১৫ রাত ০৩:৪৮
প্রগতিশীল লিখেছেন : এটা কোন সাধরণের কলম নিসৃত নয়...অসাধারণত্ব আছে...
০৯ জুলাই ২০১৫ রাত ১২:০০
271532
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : প্রিয় প্রগতিশীল আপনাদের প্রেরণাই চলার পাথেয়। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File