বাংলাদেশের গণতন্ত্র

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০২ জুলাই, ২০১৫, ১১:৪৩:২৬ রাত



বাংলাদেশের গণতন্ত্রঃ

অর্বাচীন রাজনীতিবিদদের তোমাকে প্রতিনিয়ত ধর্ষণ,

তোমার উর্দি গায়ে স্বৈরাচারের আস্ফাল্‌ন,

তোমার রথে চড়ে ফকিরের আঙুল ফুলে কলাগাছ হওয়া,

সক্রেটিসকে বড্ড লজ্জ্বা দেয়,

বিনাদন্ডে পান করতে চায় হেমলক।

বাংলাদেশের গণতন্ত্রঃ

ক্ষমতার জন্য তোমার সংগা বদলে দেয়া,

আজন্ম বেকুবের সংবিধান প্রণেতা হওয়া,

সংবিধানের পাতায় পাতায় অকারন ব্যবচ্ছেদ,

আব্রাহাম লিংকনের কফিনকে নাড়িয়ে দেয়,

বিশ্বের কাছে নতজানু হতে চায় শির,

ভুল গণতন্ত্রের সংগাদাতা হিসেবে।

বাংলাদেশের গণতন্ত্রঃ

তোমার স্টিকার লাগানো ছুরি হাতে রক্ত ঝরানো,

অথচ সীমান্ত প্রহরীদের দিগম্বর হওয়া,

দালালিতে আসক্ত মাতাল পররাষ্ট্রনীতি,

দেশপ্রেমিকের গালে জুতা মারে,

কাঁঠগড়ায় দাঁড়ানো দেশপ্রেমিকের অপমানে

মর্মে মরে যায় সংগ্রামী এ জাতি।

বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328369
০৩ জুলাই ২০১৫ রাত ১২:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের তথাকথিত গনতন্ত্রকে ধিক্কার জানানোর জন্যে! আ্জ গণতন্ত্র পুলিশের বুটের তলা এবং র্্যাবের বন্দুকের নলের তলায় পিষ্ট।
আরো লিখুন। সাথে আছি।..
328405
০৩ জুলাই ২০১৫ রাত ০৩:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশের গনতন্ত্র?
অমা যামিনির অন্ধকারে অনুপস্থিত অসিত মার্জার এর অনুসন্ধান!!
328479
০৩ জুলাই ২০১৫ রাত ১১:০২
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মিনহাজুল ইসলাম মাসুম এবং রিদওয়ান কবির সবুজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File