"কিসের নেশায় করছে তারা মরণ বরণ যন্ত্রাকে?"
লিখেছেন লিখেছেন অগ্নিবীণা ১২ এপ্রিল, ২০১৫, ১০:৫৮:১৪ সকাল
✬"কিসের নেশায় করছে তারা মরণ বরণ যন্ত্রাকে?"
✍✍✍আমাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আরও দু'শত বছরে পূর্বে তার কবিতায় এই রূপক প্রশ্নটি রেখে গেছেন।
:
সত্যিই তো!
কিভাবে ওরা মরণ কে হাসিমুখে বরণ করে নেয়?!
:
কোন সাহসে ওরা দুনিয়ার গাদ্দার দের গড়া ফাঁসির মঞ্চে এগিয়ে যায় নির্ভয়ে?!
:
কোন অনুপ্রেরণায় ওরা মৃত্যুর মুখে দাবিত হয় বিজয়ের চিহ্ন(V) প্রদর্শন করে?!
:
কোন প্রত্যাশায় ওরা পৃথিবীর মায়াকে তুচ্ছ করে পাড়ি জমায় পরজগতে?!!!
:
ওদের ঐ সকল সাহাস, অনুপ্রেরণা, আর প্রত্যাশার মূল হলো জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া,হ্নদয়ে লালিত স্বপ্ন
"শহীদি মৃত্যু"!!!
:
যেই মৃত্যু সবচেয়ে সহজ!
যেই মৃত্যু সবচেয়ে দামি!
যেই মৃত্যু সবচেয়ে মূল্যবান!
দুনিয়াতে শুধু মুমিনরা নয়, নবী রাসূলগন যেই মৃত্যুর জন্য ছিলেন ব্যাকুল, তা আর কিছু নয়, একমাত্র "শহীদি মৃত্যু"!
:
✎ক্ষনিকের এই পৃথিবীতে এসে যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে খোদাদ্রোহী অপশক্তির কাছে মাথা নত না করে হাসতে হাসতে শহীদের পেয়ালা পান করেছেন,
তারাই তো দু'জগতের সবচেয়ে বড় সফল মানুষ!
তারাই তো চুড়ান্ত বিজয় অর্জনকারী বীর শহীদের দল!!
:
পৃথিবীর কোনো তাঘুতি শক্তি পারেনা ওদের চলার পথ রুদ্ধ করতে, হিমালয়সব অপবাদ আর অপপ্রচার করেও রুখতে পারেনি ওদের আদর্শ।
ওরা কোনো তাঘুতি শক্তি কে পরোয়া করে না!
তাইতো ওরা বীর বেশে বলে,
☞"তোমাদের ফাঁসির রশি আমার জুতার লেইচের সমান!"
☞"জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ,প্রান ভিক্ষা দেওয়ার রাস্ট্রপ্রতি কে?!"
একজন শহীদ কে হয়তো প্রানে মারা যায়,কিন্তু তার আদর্শকে কখনো মুছে ফেলা যায় না!
একজন শহীদের আত্মত্যাগের ফলে হাজারও লক্ষ্য তরুণ তাদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত হয়!
পৃথিবীতে যতো দিন সূর্যোদয় হবে, এই শহীদ দের আদর্শ ততোদিন টিকে থাকবে৷
আর শহীদগন মৃত নয়,জীবিত।
তাঁরা তাদের আদর্শের মাঝে উজ্জীবিত হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত!
শহীদ আব্দুল কাদের মোল্লা এবং শহীদ মুহাম্মদ কামরুজ্জামান কে আল্লাহ যেনো জান্নাতুল ফেরদাউস দান করেন।
আর তাদের আত্মত্যাগের বিনিময় আল্লাহ যেনো এই পবিত্র ভূমি কে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নেন।
۩আমিন۩
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন