** আমি মিরজাফর দেখিনি - লেডী মিরজাফর দেখেছি - তসবিহ হাতে - হিজাব মাথায় **

লিখেছেন লিখেছেন তির্যক ২৯ জুন, ২০১৬, ০৪:২০:৪৯ বিকাল

* ট্রেনের গায়ে ভারতের পতাকার তিন কালার। ভিতরে হিন্দিতে লেখা। কর্মচারী হিন্দি। উদ্বোধনের সময় ভারতের হাই-কমিশনার। ট্রেন বিক্রেতা দিল্লি। আমি মিরজাফর দেখিনি, লেডী মিরজাফর দেখেছি, তসবিহ হাতে, হিজাব মাথায়। আমি নাস্তিক দেখিনি কিন্তু হিজাবের তলে নাস্তিকের বাসা দেখেছি। আমি ইহুদি দেখিনি কিন্তু আওয়ামীলীগ দেখেছি ।

* রমজানে ইসরায়েল গ্রেফতার করল ৩৩০ জন ফিলিস্তিনি। হাসিনা করল ২৪০০০ হাজারের বেশী রোজাদার।। ইসরায়েল খুন করল ৩। হাসিনা করল ১০০র বেশী। ইসরায়েল গুলি করে বুকে। হাসিনার জল্লাদ বাহিনি করে বুলেট প্রুফ জ্যাকেটে। লীগ আর নাৎসিদের তফাৎ এটাই।

নাতসিদেরচে এগিয়ে আওয়ামী লীগ। কারন ওরা কখনও স্বজাতিকে খুন করে নাই।

* এই বুড়া বয়সে রোজা রেখে এত মিথ্যা বলে? তার উপরে, মহিলা। আমি নিজেও মহিলা কিন্তু বাংলাদেশের সংসদে পাইকারি

মহিলাদের হাটবাজারে এতো বেশী রাজনৈতিক কনডম দেখে আমি অসুস্থ বোধ করছি।

* এদের একমাত্র অসুধ, আফগানিস্থানের মোল্লা ওমার। মতিয়াদেরকে মানুষ করার ক্ষমতা একমাত্র মোল্লা ওমারেরই । পেলে এমন পেটাত, রাজনৈতিক কনডমের চেহারা ভুলিয়ে দিতো।। ভোট-- ইয়েস-নো।

* দেশ শেষ হয়ে যাচ্ছে আর মিডিয়ার খবর, হাসিনাকে ঈদ কার্ড দিয়েছে খালেদা। খালেদার মাথার উপর ফেরেস্তা বর্ষণ হলে যদি একখান ঈদ কার্ড পাঠায় হাসিনা, তখন লিখবে, খালেদাকে......। হায়রে দেশ- হায়রে তোর সাংবাদিক।

বিষয়: রাজনীতি

১১৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373521
২৯ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
শেখের পোলা লিখেছেন : আক্ষেপ করেই আপাততঃ মনের ঝাল মেটানো ছাড়া পথ নেই।
373530
২৯ জুন ২০১৬ রাত ০৯:৪০
হতভাগা লিখেছেন : ট্রেনগুলোর কালার দেখেই আমার সন্দেহ হয়েছিল ।

দেখে যে কেউই বুঝবে যে এটা সেকেন্ড হ্যান্ডও না , থার্ড বা ফোর্থ হ্যান্ড ট্রেন । ভারত মনে হয় ফেলে দিতে চেয়েছিল । কিন্তু রেলওয়ের লোকেরা সেটা কম দামে কিনে নেয় বেশী দামের বিল দেখিয়ে ।
373533
২৯ জুন ২০১৬ রাত ১১:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাম পুরা মাল দুই নম্বরি!!!
373608
৩০ জুন ২০১৬ দুপুর ০২:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : একটি এলান
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File