বিডিআর প্রধান কি বিলাই এর সর্দার ?
লিখেছেন লিখেছেন তির্যক ২০ জুন, ২০১৫, ১১:৪৯:৫১ সকাল
আমরা কি মেরুদণ্ডহীন ?
বিডিআর, বিজিপিতে রূপান্তরিত হয়ে বাঘ থেকে কি মিউ মিউ বিলাইতে পরিনত হল?
আর বিডিআর প্রধান কি বিলাই এর সর্দার ?
এদের কি সত্যিই কোন দেশ প্রেম আছে ?
বিজিবি নায়েককে ফেরত প্রদানের জন্য বিজিবির পক্ষ থেকে দফায় দফায় বিজিপির সাথে পত্র ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করার স্বত্বেও বিজিপির রহস্যময়ীতা ঘনীভুত হচ্ছে। এ ছাড়াও বিজিপি বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনীর মাঠ পর্যায়ের এই কর্মকর্তাকে অপমান জনক ভাবে হাতকড়া পরিয়ে ও অন্যান্য অসৌজন্য মূলকভাবে লাঞ্ছিত করে।
Myanmar has yet to return Border Guard Bangladesh Nayek Abdur Razzak in spite of a meeting between the BGB and Myanmar officials.
Maj Aminul Islam, additional director, BGB Battalion 17 in Cox's Bazar, said they had discussed the release of Nayek Razzak at the meeting with Myanmar's immigration and national registration department.
Click this link
Click this link
বিষয়: রাজনীতি
১৩৮৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাদেরকে এরকম বানিয়ে রেখেছেন বাকীরা আলোর পথ দেখার জন্য।
আফনে, ফখরুল এরা বেচে থাকুন এবং অসার ইতরামী চালিয়ে যান। এতে জনতা ভালো মন্দ বুঝতে পারবে।
তারচেয়ে বরং- অপনার আল্লাকে বলেন, দেখাযাক উনি মায়ানমারকে শায়েস্তা করতে পারেন কিনা। নাকি মায়ানমারের বৌদ্ধদের ভয়ে উনি লেজ গুটাবেন? না, মানে ইহুদী'দের ভয়ে আপনার আল্লা মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়েছেন। তাই বলছি আর কি।
তারচেয়ে বরং- অপনার আল্লাকে বলেন, দেখাযাক উনি মায়ানমারকে শায়েস্তা করতে পারেন কিনা। নাকি মায়ানমারের বৌদ্ধদের ভয়ে উনি লেজ গুটাবেন? না, মানে ইহুদী'দের ভয়ে আপনার আল্লা মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়েছেন। তাই বলছি আর কি।
এক ভাইরে ঢাকার মেয়র, আরেক ভাইরে সেনাপ্রধান।
বলদ বানানোর প্রক্রিয়া শেষ।
মন্তব্য করতে লগইন করুন