এম.এইচ৩৭০ ফিরে এসো...
লিখেছেন লিখেছেন মিসাইলম্যান ০১ এপ্রিল, ২০১৫, ০৯:২০:৩৮ রাত
না! আমি আর পারলাম না। পারাটা এখন আমার আর বাহাদুরীওনা।কেন যেন মনে হচ্ছে আমি শক্তিহীন এক অযাচিত জড় বস্তুতে পরিণত হয়েছি।আশাটা একে বারে নরবড়ে হয়ে যাচ্ছে।আমার চোখ ণীল হয়ে গেছে।পৃথিবীতে আমি লজ্জিত-অপমানিত একটা সাধারণ প্রাণী হিসাবে বেচে আছি।বিজ্ঞান কি তবে হেরে যাচ্ছে কোয়ালালামপুর টু বেইজং এর বিমান পথটি অনুসন্ধান করে ফ্লাইট এম.এইচ৩৭০কে ফিরে দিতে! সুপার পা্ওয়ার ইউ.এস.এ, আধুনিক ইউরোপ, বিজ্ঞানের মহা গবেষনাগার নাসাও আমার প্রিয়তম লাইফ পার্টনার, অতি আদরের মা-বাবা্ ও ভাই-বোন কে খোজে দিতে পারেনি।আমি নিরুদ্দেশ বিমানটির স্বজন বলছি... গোটা পৃথিবীটা আমার পরিবার।বিশ্ব পরিবারের সদস্য হিসাবে আজ হৃদয়টা ক্ষতবিক্ষত হয়েগেছে।এক শক্তিহীন প্রাণী হিসেবে বলতে হচ্ছে.... প্রিয়তমা ক্ষমা করে দি্ও আমাকে।তুমি এখন বহুদুরে। আমার নয়নের জল প্রশান্তের জলে রূপ নিয়েছে।তোমাকে ছেড়ে থাকাটা ভিষন কষ্ট হচ্ছে। সারাটা জীবণ ছায়া হয়ে তোমার পাশে থাকার কথা ছিল।হয়ত আর দেখা হবেনা,এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে।বোধ হয় অচিরেই আমি তোমার জগতে চলে আসছি। ভাল থেকো প্রিয়তম,অনেক ভাল!মা-বাবা তোমরাই পৃথিবীতে একমাত্র আমার ভরসার আশ্রয়স্হল ছিলে।আজ না খোজে পা্ওয়ার দেশে।তোমাদের সন্ধানে কি না করা হচ্ছে!সবই করা হচ্ছে, জানিনা বিধাতার হাত এতে সুপ্রসন্ন হবে কিনা।মা তোমার আচলের ছায়ার নিচে থাকতে আজ ভিষন ইচ্ছা করছে।আকাশে কোন গর্জন শুনলেই এখনো আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, এই বুজি আমার ভাইয়া-আপু ফিরে আসছে এম.এইচ৩৭০ দিয়ে।কিন্তু যখন দেখি তা না, তখন আশাটা ভেঙ্গে খান খান হয়ে যায়।তারপরও আশায় বুক বেধে আছি কবে ফিরবে....।আমার প্রিয়জন.... তোমাদের খোজার কোন কমতি ছিলনা।অর্ধশত দেশ, অসংখ্য এ্যায়ারক্রাফ্ট, বেটেল শিপ আর তাতে অবস্হানরত বিশেষজ্ঞগণ তোমাদের সন্ধানে নিদ্রাহীন চোখে ভারত মহাসাগরের বুক চিড়ে এগিয়ে চলছে।ব্যায় করা হচ্ছে লক্ষ লক্ষ ডলার, ব্যাবহার করা হচ্ছে এক এক দেশের এক এক স্যাটেলাইট, সাবমেরিন আর মডারেট রোবট!প্রার্থনা করা হচ্ছে মসজিদ-মন্দির-গীর্জা আর পেগোডাতে।তারপরও কেন ভাগ্য প্রসন্ন হচ্ছেনা! তাহলে কি ধরে নিবো কোয়ালালামপুর থেকে বেইজিং এই এ্যায়ার ওয়েটি কালের সবচেয়ে ভয়ানক পথ।যদি তাই হয় তাহলে বিজ্ঞান কে মঙ্গল গ্রহে কাজে না লাগিয়ে, এই অজানা ভয়ঙ্কর লুকুচুরি পথটি আবিস্কারের নেশায় মেতে উঠতে হবে।তা না হলে যে একবিংশ শতাব্দিতে এসে বিজ্ঞানের জয়রথ প্রশ্নবিদ্ধ হবে।মানুষ হিসাবে আমি হয়ে যাবো এক অযাচিত জড় বস্তু, কোন কালেই যার কাজে লাগেনা।প্রিয়জন হারিয়ে আমি আজ বিদ্ধস্ত।এখনো বুক বেধে আছি...ফিরে পাবো আমি আমার প্রিয়জনকে।তাই বলছি ফিরে এসো হে আমার হৃদয় নিঙরানো ভালবাসায় সিক্ত আপনজন।ফিরে এসো প্রিয়তম!ফিরে এসো এম.এইচ৩৭০!ফিরে এসো...
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন