জীবনের গল্প
লিখেছেন লিখেছেন SM SOHEL RANA ২৭ মার্চ, ২০১৫, ০৮:০৪:৩৯ সকাল
অনেক স্বপ্ন ছিল যে জীবনে বড় কিছু করব। কিন্তু তা আজ আর হল না। কেন যেন সব কিছুই পাল্টে গেল। কিন্তু বল কী করার আল্লাহ যা করবে তাইতো হবে তাই কপালের নির্মম পরিহাস সব কী কিছুই সহ্য করে নিতে হল। কী জন্য আমি সহ্য করে নিয়েছি তুমি কী তা জানো। আল্লাহ যে বাধ্য করেছে। কিছুই যে করার নেই আজ। আরো ম্জার বিষয় কী জানো এগুলো আমারই কর্ম ফল। জীবনে আজ যা কিছুই ঘটছে তা যে আমার দুইহাতের কামাই করা।
হে আল্লাহর আমাদের সকলকেই তুমি তোমার রহমত দান করে। আমাদের জীবনকে সফলতার দ্বার প্রান্ত পোঁছে দেও।
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন