সারা জিবন পড়লাম শিক্ষা জাতির মেরুদন্ড।আর এখন দেখছি টাকায় জাতির মেরুদন্ড!

লিখেছেন লিখেছেন আবু বক্কর ৩০ মার্চ, ২০১৫, ০৬:০৮:৩২ সন্ধ্যা

২০টি বছর চলে যাই সেই পড়া লেখা করতে।এই ২০ বছরে ৩টা কাগজ পাই মানে সার্টিফিকেট|যার নাকি অনেক দাম আরে দাম থাকল টা কই যদি ২০বছর পড়া লেখা না করে ১০০০-২০০০ হাজার টাকার বিনিময়ে দুই তিনটি সার্টিফিকেট যোগার করতে পারে।আর সেই সার্টিফিকেট দিয়ে যেই চাকরি না করতে যাও সেখানে দিতে হবে ২-৫ লাখ টাকা ঘোষ|তাইলে তো পড়া লেখা মানে শুধু টাকা আর কিছু নয়।টাকা দিয়ে সবই করা যাই তো ২০ বছর স্কুলে আসা যাওয়া করার কী দরকার???টাকা দিলে তো ১০ দিনের ভীতর সব করা যাই|এই দেশে পড়া লেখার দাম শুদু টাকা দিয়ে হয়|

চমৎকার আমাদের এই দেশ........

বিষয়: আন্তর্জাতিক

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File