আমাদের আবার আন্দোলনে নামতে হবে কী?
লিখেছেন লিখেছেন আবু বক্কর ২৯ মার্চ, ২০১৫, ০৫:০৩:০৭ বিকাল
পড়ালেখা নিয়ে আমাদের এই বিষয় আমরা ছোটবেলা থেকে অনেক সপ্ন নিয়ে বড় হয়।কেউ শিক্ষক হতে চাই কেউ ডাক্তার হতে চাই কেউ বা আবার অন্যান চাকরি করতে চাই।কিন্তু এই সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সরকার|শিক্ষা সমাপনিতে অনেক কষ্টে পাস করেছি জুনিয়ার স্কুল সার্টিফিকেট টা আবার নতুন করে বোর্ড পরিক্ষা করে ফেলেছে যার কারনে অনেক ছেলে মেয়েদের ৮ম শ্রেনি থেকে পড়া লেখা শেষ হয়ে যাই যার কারন ৮ম শ্রেনির পরীক্ষাটা খুবই ভয়াবহ পরীক্ষা|যেইটা আগে ছিল না বর্তমান প্রধান মন্ত্রি এইটা ২-৩ বছর আগে আবার নতুন চালু করেছে|সেই পরীক্ষাটা না থাকলে আমাদেরকে ৮ম শ্রেনিতে বেঝে থাকতে হত না ১০ম শ্রেনিতে চলে যেতে পারতাম খুব আরামে কিন্তু ৮ম শ্রেনির পরীক্ষাটার কারনে পড়ালেখা ছেড়ে দিয়েছে সেই রকম এখন হাজার হাজার লোক কিন্তু আমাদের প্রধান মন্ত্রির তো কোনো অসুবিধা হচ্ছে না হচ্ছে আমাদের তাই আমরা এর জন্যে দাবি জানায় যে অষ্টম শ্রেনির সেই পরীক্ষা টা বাতিল করা হোক নাইলে আমরা সারা বাংলাদেশ আবার কাপিয়ে তুলব
সুতরাং আগে থেকে হুশিয়ার করে দিলাম...
বিষয়: আন্তর্জাতিক
১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন