মহিলাদের মাজারে যাওয়া গুন্নাহ কেন?
লিখেছেন লিখেছেন আবু বক্কর ২৩ মার্চ, ২০১৫, ০১:১০:৪০ দুপুর
মহিলাদের মাজারে যাওয়া গুন্নাহ কারণঃ
কোরআন হাদিসে উল্লেখ আছে যেই কোনো কবর স্থান থেকে মহিলাদের চল্লিশ হাত দূর দিয়ে যেতে হবে।কিন্তু আমাদের দেশে মহিলারা এখন মসজিদে এবং মাজারে গিয়ে নানা ধরনের কুসৎস্কার করে।অনেক পুরুষ ও মহিলা মাজারে গিয়ে সিজদাহ করে।মাজারে সিজদাহ করা হারাম।মাজারে যাওয়া কী ভাল কাজ?না মাজারে যাওয়া ভাল কাজ নয় কারণ কোনো কবর এর উপর মসজিদ করা জায়েছ নাই।কবি কাজি নজরুল বলেছেনঃমসজিদের পাশে আমার কবর দিয়ো ভাই
যেন মুয়াজ্জিনের আজান শুনিতে পাই।
এই দুই চরণে তিনি তুলে ধরেছে ঐ কথা কোনো কবর মসজিদ হতে পারবেনা।মসজিদের পাশে কবর হলে কোনো সম্যসা নাই।কিন্তু মাজার তৈরি করাটা কোনো ইসলামের দৃষ্টিতে দেখা যাই না।আবার কিছু লোক আছে মাজারে পড়ে থাকে কিন্তু নামাজ কালামের পথে নাউ।[২ই পর্বে আরো কিছু তুলে ধরব]
বিষয়: বিবিধ
১৭৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন