সালাত ও সালাত সম্পর্কিত কতিপয় ভুল ধারনা-২
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:১২:৪৩ দুপুর
(২) মুসল্লিরা জামায়াতে কোন অবস্থায় শামিল হবেঃ
জামায়াত যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে মুসল্লিরা কোন অবস্থায় জামায়াতে শরীক তা নিয়ে অনেকে থাকেন দ্বিধাদ্বন্দ্বে । অধিকাংশকে দেখা যায় ইমামের (কিরায়াত পাঠের জন্য) দাঁড়ানো কিংবা (তাশাহুদ পাঠের জন্য) বসার জন্য অপেক্ষা করতে ।
শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত নয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত অনেক ব্যক্তিকেও উক্ত দুই অবস্থার জন্য অপেক্ষা করতে দেখা যায় । এ জন্য তারা কাঁতারে দাঁড়িয়ে থাকেন কিন্তু জামায়াতে শামিল হন না ।
আমরা সুন্নাহ থেকে যেটা পাই তা হল মুসল্লী যে অবস্থায় জামায়াত পাবে সে অবস্থায় তাতে শামিল হবে । সেক্ষেত্রে রুকু পেলে ঐ রাকায়াত হিসেবে গণ্য হবে । আর রুকু না পেলে ঐ রাকায়াত হিসেবে গণ্য হবে না অর্থাৎ ঐ রাকায়াত আদায় করে নিতে হবে ।
মুয়াজ ইবন জাবাল (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নবী (সঃ) বলেছেন, তোমাদের কেউ সালাত আদায় করতে এসে ইমামকে কোন এক অবস্থায় পেল। ইমাম যেরূপ করে সেও যেন অনুরূপ করে (তাঁকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাঁর সাথে সালাতে শরীক হয়ে যাবে । (তিরমিযী-৫৯)
চলবে......
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে অনেক দিন পর অনলাইনে দেখা দেওয়ার জন্য।
মন্তব্য করতে লগইন করুন