কতিপয় আলেমের "পিস টিভি বাংলা" বন্ধের দাবী, নেপথ্যে যেসব কারন থাকতে পারে

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ০৭ ডিসেম্বর, ২০১৫, ০২:০৮:২৪ রাত

গত ৪ ডিসেম্বর "জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা; বাংলাদেশ প্রেক্ষিত'' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩৫ টি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২ জন শিক্ষক । অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত অলিমগণ দাওয়াতী কাজে নিয়োজিত একমাত্র বাংলা ইসলামী টিভি চ্যানেল "পিস টিভি বাংলা" বন্ধ করার আহবান জানান । আপাত দৃষ্টিতে এটি শ্রবণ করার পর অনেকে কিছুটা অবাক হলেও একটু চিন্তা করলেই বুঝতে পারবেন তাদের দাবীর যৌক্তিকতা আছে । আমার ক্ষুদ্র জ্ঞানে তার কতিপয় উদ্ধার করার একটি প্রয়াসঃ

# পিস টিভির দাওয়াতের মাধ্যমে যদি সব মানুষ হেদায়াত লাভ করে তাহলে এদেশের লক্ষ লক্ষ আলিমের দাওয়াতী কাজ বন্ধ হয়ে যাবে । ফলে তারা বঞ্চিত হবে কোটি কোটি নেকি থেকে । তাই আলেমদের এই বৃহৎ স্বার্থেই অবিলম্বে পিস টিভি বন্ধ করা হোক ।



# সাধারন মানুষ যেভাবে পিস টিভি দেখা শুরু করেছে তাতে সামনে হয় তো তারা গাল গপ্প করা ওয়াজ মাহফিলে আসা বন্ধ করে দেবে । ফলে আয় রোজগারের পথ বন্ধ হয়ে আলেমদের একেবারেই পথে বসতে হতে পারে । তাই হুজুরদের জীবিকার তাগিদেই পিস টিভি অচিরেই বন্ধ করা হোক ।

# মানুষ পিস টিভির মাধ্যমে যেভাবে মাসয়ালা মাসায়েল জানা শুরু করছে তাতে মনে হচ্ছে কিছু দিন পর তারা আর আলেমদের দ্বারস্থ হবে না । আর তাতে আলেমদের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হবে । তাই আলেমদের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থেই পিস টিভি বাংলা বন্ধ করা উচিৎ ।

আলেমদের এই দাবির হাকিকত তাৎক্ষনিক কেউ উপলব্ধি করতে পারুক আর না পারুক আইজিপি সাহেব কিন্তু ঠিকই উদ্ধার করতে পেরেছেন । তাই আমরাও চাই এক পিস টিভি মরুক দুঃখ নাই, যদি তার উপর বেঁচে থাকতে পারে এদেশের হাজারো আলেম ।

বিষয়: বিবিধ

৩০৬৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352966
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০২:২৬
আফরা লিখেছেন : উনারা তো আলেম না জালেম ।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৪
293107
ফুটন্ত গোলাপ লিখেছেন : প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ । এতটা বলার আর সাহস করলাম না । হাজার হলেও নামের সাথে মাওলানা শব্দটি আছে তো !! এটি বিচারের দায়িত্বটা আপনাদের উপরই অর্পন করলাম ।
352969
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:২৮
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ধর্মের মাধ্যমে মানবতার সমাধানের কথা বলে পিস টিভি। তাইতো ধর্ম ও মানবতার শত্রুরা পিস টিভি বন্ধ করতে চায়।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০১:০২
293108
ফুটন্ত গোলাপ লিখেছেন : মানবতা নিয়ে ওদের কোন মাথা ব্যাথা নেই । তবে সমস্যাটা ওই সমাধান নিয়েই । আপনি সারা দিন মানবতা মানবতা করেন কোন সমস্যা নাই । কিন্তু একটা সমাধান দিয়ে দেখেন অবস্থাটা কি হয় ??
352977
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:১৩
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : মিডিয়ার মাধ্যমে দাওয়াতী কাজে ড. জাকের নায়েক ও পিস টিভির কোন বিকল্প নেই এবং সে ব্যপারে কারো কোন আপত্তিও নেই। আপত্তি আসছে মাছয়ালা-মাছায়েল নিয়ে, যা এ দেশে অনেকটা মিমাংশিত বিষয়। মাছয়ালার ক্ষেত্রে অনেক মাজহাব থাকলেও এ দেশের অধিকাংশ লোক হানফী মাযহাব অনুসরণ করে এবং সাধারণ লোকদের জন্য কোননা কোন একজনের অনুসরণ ছাড়া উপায়ও নেই। কিন্তু পিস টিভির প্রচারিত কোন কোন মাছয়ালা নিয়ে কেউ কেউ আপত্তি করেন ভিন্ন মতের কারনে। তবে তার উত্তরও মিডিয়ার মাধ্যমেই দেয়া উচিত। পিস টিভি বন্ধ করলেই এর সমাধান হবে না। আমার মতে সরকারই তাদেরকে দিয়ে এ দাবী করিয়েছে, যাতে এ উসিলায় তা বন্ধ করা যায়। কারন পিস টিভির কোন কোন আলোচনা হয়ত ধর্মনিরপেক্ষতার বিপক্ষে যাচ্ছে বলে মনে করছে। অথবা বিজেপি নিজ ধর্মের লোকদেরকে ধরে রাখার জন্য ঘরওয়াপেসির অংশ হিসেবে সর্বপ্রথম বাংলাদেশে তা নিষিদ্ধ করাতে চায়, যাতে এ উসিলায় ভারতেও নিষিদ্ধ করতে পারে। দেখা যাক কী হয়।
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৫৮
293000
মোহাম্মদ রিগান লিখেছেন : হানাফি মাজহাব আবার কি???? আল্লাহর নবি(সঃ) কোন মাজহাবের ??? মাজহাব হুজুরদের ভণ্ডামি
০৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
293074
আবু আশফাক লিখেছেন : আপনাদের মতো অতি জ্ঞানিদের কারণেই আজ এতো জিল্লতি। @ মোহাম্মদ রিগান
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:২৭
293135
মুসলমান লিখেছেন : আমরা মাযহাব ইসলাম। দ্বীন ইসলাম।
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১১
293166
মোহাম্মদ রিগান লিখেছেন : মাজহাব বলে ইস্লামে কিছু নাই
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০২
293239
ফুটন্ত গোলাপ লিখেছেন : ভাই এ ব্যাপারে আমি মনে করি আপনি যে কোন মাজহাব মানতে পারেন, তবে শর্ত হল যে সেই মাজহাবের কোন মতের বিপরীতে যদি সহীহ হাদিস পান তবে সহীহ হাদীসকে প্রাধান্য দিবেন । কারন আমাদের উদ্দেশ্য মাজহাব মানা নয় বরং ইসলামের সঠিক বিষয় মেনে চলা । তাই মাকাসিদুস শরীয়াহ সবার জানা থাকলে এ ব্যাপারে আর বিতর্ক করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
@মোহাম্মদ রিগান @আবু আশফাক @মুসলমান
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২১
293330
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : মাকাসিদুস শরীয়াহ সবার জানা থাকলে এ ব্যাপারে আর বিতর্ক করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যারা জানেনা তাদের পক্ষে অন্য কারো অনুসরণ ছাড়া কোন গতি নেই। যারা জানে তারা নিজ দায়িত্বে থাকবে। তবে জানার পরও জানার অনেক কিছুই বাকী থাকে। জানার কোন শেষ নেই। মাজহাব কোন বিতর্কের বিষয় নয়, অনুসরণ করার বিষয়। তাই যে জানে সে সরাসরি মানবে, যে জানেনা সে কী করবে?
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৫
293360
ফুটন্ত গোলাপ লিখেছেন : যিনি জানেন না তিনি অবশ্যই কোন আলেমের অনুসরন করবে্ন । তবে এমন যাতে না হয়, যখন তিনি জানতে পারবে্ন ওই আলেম কোন বিষয় ভুল করছেন তারপরও অন্ধভাবে তার আনুগত্য অব্যাহত রাখছে্ন । সমস্যাটা ওই গোঁড়ামীতেই ।
352980
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:২৭
আনিসুর রহমান লিখেছেন : মত ও পথের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। এই ভিন্নতা সব সময়ে ছিল আছে এবং থাকবে; কারন আমরা প্রত্যেকেই স্বতন্ত্র ব্যাক্তি এবং সত্বা। যখন কেউ তার বক্তব্য যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে ব্যার্থ হয় তখন অপরের যুক্তিকে গ্রহণ করে নেয় কিন্তু তাগুতপন্থীরা তা না করে, তদের বিপরীত মতবাদেকে থামাতে বিভিন্ন ভাবে চেষ্টা করে। এখানেও তাই ঘটেছে। (---)তাদের যদি সাহস থাকতো তবে তারা সরাসরি ডঃ জাকির নায়েকে চ্যেলেঞ্চ করতে পারত কন্তু তারা জানে ডঃ জাকিরের জ্ঞানের কাছে তারা মসা-মাছিও না। তাই চোরা পথে তাদের এই চেষ্টা !!! চোর না শুনে ধর্মের কাহিনী।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৮
293240
ফুটন্ত গোলাপ লিখেছেন : ঠিক বলেছেন ভাই । তাদের সৎ সাহসের অভাব । আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
352983
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪৯
মুসলমান লিখেছেন : আমিও মনে করি পিসটিভি বন্ধ করা জরুরী। তাছাড়া এদেশের পীর-মাশায়েখদের রুটিরুজির পথ প্রায় বন্ধ হওয়ার পথে।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৪১
293116
ফুটন্ত গোলাপ লিখেছেন : একমত
352984
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৫৯
মোহাম্মদ রিগান লিখেছেন : হাহাহাহহাহাহ মজা পাইলাম Chatterbox
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩০
293111
ফুটন্ত গোলাপ লিখেছেন : Crying
352992
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৭
বেআক্কেল লিখেছেন : পবিত্র মাইজ ভান্ডার শরীফে যাইয়া জীবনে পরথম ডিস দেইখাছিলাম। পরের বার যাইয়া জি চ্যানেলে হিন্দি ছবি দেখনের সুযোগ পাইয়াছিলাম। পবিত্র শরীফের মেহমান খানার দেওয়ালে বিরাট টেলিভিষণ লটকানো থাকে, সেই খানে মেহমানদের জন্য চব্বিশ ঘন্টা হিন্দি চ্যানেলের অনেক কিছুই দেখিতে পারেন।

কিছু বেয়াড়া মুরিদ পিস টিভি চালাইতে বলিলে তারা নাখোশ হয়। এসব হুজুর হিন্দি ছবির পাগল, মাইয়াগোর রান, বুক দেখিতে কত মজা হেই জায়গায় পিস টিভির আর্ভিবাব হইলে তো সমস্যা হইবেই। তাই পিস টিভি বন্ধ হওয়া দরকার।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩২
293112
ফুটন্ত গোলাপ লিখেছেন : সহমত
352998
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৫
ইয়াফি লিখেছেন : আসল কারণ একটাই পিস টিভির প্রচার নাস্তিক্যবাদ-ধর্মনিরপেক্ষতার মূলে আঘাত হানছে। এজন্য আজ্ঞাবহ দরবারী হুজুরদের দিয়ে এটা বন্ধের আবদার করানো হচ্ছে।
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৪০
293115
ফুটন্ত গোলাপ লিখেছেন : জ্বী ভাই ঠিক বলেছেন ।
353021
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পিস টিভি মিলাদ ব্যাবসায়ীদের সর্বপুরি ধর্ম ব্যাসায়ীদের সব ভন্ডামী ফাঁস করে দিচ্ছে তাই পিস টিভি যত্তো তাড়াতাড়ি সম্বব বন্ধ করা উচিত...নইলে জাকির ভাইয়ে উচিত কথা তাদের চিত করে সুইয়ে দিবে রাজপথে আর মুসলমানেরা পিশে মারবে... অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ Thumbs Up Rose
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৫
293114
ফুটন্ত গোলাপ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ।
১০
353035
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইস! পিস টিভি দেখবে!
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৪
293113
ফুটন্ত গোলাপ লিখেছেন : হুম,
১১
353959
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫২
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১২
354073
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৩
ফুটন্ত গোলাপ লিখেছেন : ধন্যবাদ ভাই,আপনার সুন্দর পরামর্শের জন্য । ঠিকই বলেছেন, লিখার চেস্টা করছি তবে লেখার হাত একেবারে কাঁচা । দোয়া করবেন যাতে আপনাদের মত লিখতে পারি ।
১৩
355498
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যারা পিস টিভি বন্ধের জন্য দাবি জানাচ্ছে তারা মুসলিম না, তারা মুসলিম নামধারী মুনাফেক,এরাই বাংলার সহজ সরল মুসলিমদের ঈমান আকিদার মধ্যে সংশয় ডুকিয়ে দিচ্ছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবেই হবে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File