ভাল বাসা আর ভালবাসা একটু ধোয়াশা ।

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ০৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৮:১৩ রাত

ভাল বাসা ভালবাসা

এক কিন্তু নয়

ভাল বাসা না থাকিলেও

ভালবাসা হয় ।

আবার ভাল বাসা না থাকায়,

হয় না ভালবাসা,

ভালবাসা তাই মনে হয়,

একটু ধোয়াশা ।

ছোট বাসা, বড় বাসা

হরেক রকম বাসা,

ভালবাসা তারই মাঝে

জাগায় খানিক আশা ।

ভাল বাসা মাঝে মাঝে

হারায় ভালবাসা,

ভাল বাসার মানুষগুলো

হয় যে তখন ভাসা

ভাল বাসায় ভাল থাকা

হয় না তখন আর,

ভালবাসার জন্য তাই

ছুটছি বারংবার ।

ভাল বাসার ভাল থাকা

হবে তখন ভাই,

ভালবাসা ভাল বাসা

উভয়ই যখন পাই ।

বিষয়: বিবিধ

২০৮৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352844
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১৭
আফরা লিখেছেন : যদি থাকে সুন্দর একটা মন কুড়ে ঘরে ও ভালবাসা থাকে । আর মন যদি হয় কুলষিত ভাল বাসায় ও ভালবাসা থাকে না ।

তবে ভালবাসা খোজার চেয়ে ভাল বাসা খোজা অনেক সহজ -

কবিতা ভাল লাগছে ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩১
292905
ফুটন্ত গোলাপ লিখেছেন : যদি থাকে সুন্দর একটা মন কুড়ে ঘরেও ভালবাসা থাকে ।

হয়তো বা আপনার কথা সত্য । তবে আমার মনে হয় বাস্তবতা একটু ভিন্ন । উপযুক্ত পরিবেশ না থাকলে ভালবাসা বিকশিত হবে কি করে? তবে ব্যতিক্রম যে নেই তা কিন্তু নয় ।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
352846
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩৯
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৫
292908
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।
352854
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৪৭
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ,ভাল হয়েছে৷
যে কোন বাসাই হোক
থাকে যদি আলো,
সেই আলো জ্বেলে তারে,
করে নাও ভাল৷
বাসা খানি তাহলেই
ভাল বাসা হবে,
যত তারে ভালবস
ফিঁকে নাহি হবে৷
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
292977
ফুটন্ত গোলাপ লিখেছেন : ঠিক বলেছেন ।
352862
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সকাল সকাল ভাল বাসা আর ভালোবাসার গল্প ভালই লাগলো। ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
292976
ফুটন্ত গোলাপ লিখেছেন : Happy Straight Face
352876
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো. ধন্যবাদ..
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪২
292975
ফুটন্ত গোলাপ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য ।
353028
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


দোয়া করি, দুটোই যেন জোটে

জাযাকাল্লাহ..
353073
০৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০২
হতভাগা লিখেছেন : অভাব দুয়ারে এসে দাঁড়ালে যত ভাল বাসাই হোক , ভালবাসা জানালা দিয়ে পালায়
353216
০৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল বাসা থাকলে ভালবাসা উড়ে আসে!
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩০
293232
ফুটন্ত গোলাপ লিখেছেন : Surprised
355510
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাল বাসাআ কেন এমন হয়, না পাওয়ার অর্থটাকে কি ভালবাসা কয়?

হাবিব প্রশ্ন করেছে, আমি জানিনা, আপনার জানা থাকলে জানাবেন কিন্তু
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৪
295235
ফুটন্ত গোলাপ লিখেছেন : আমার ধারনা ভুল হতে পারে, আমার মনে হয় ভালবাসা এক কেন্দ্রিক নয়,পাওয়া না পাওয়া উভয়ের মাঝেই ভালবাসা বিদ্যমান । শুধু পাওয়াটাই ভালবাসা নয় । না পাওয়াটাও এক ধরনের ভালবাসা । শুধু পাওয়াটা ভালবাসা হলে ভালবাসা স্বার্থপর হয়ে যায় । ভালবাসাকে সংকীর্ণ করাটা বোধ হয় আমাদের উচিৎ হবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File