ভাল বাসা আর ভালবাসা একটু ধোয়াশা ।
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ০৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৮:১৩ রাত
ভাল বাসা ভালবাসা
এক কিন্তু নয়
ভাল বাসা না থাকিলেও
ভালবাসা হয় ।
আবার ভাল বাসা না থাকায়,
হয় না ভালবাসা,
ভালবাসা তাই মনে হয়,
একটু ধোয়াশা ।
ছোট বাসা, বড় বাসা
হরেক রকম বাসা,
ভালবাসা তারই মাঝে
জাগায় খানিক আশা ।
ভাল বাসা মাঝে মাঝে
হারায় ভালবাসা,
ভাল বাসার মানুষগুলো
হয় যে তখন ভাসা
ভাল বাসায় ভাল থাকা
হয় না তখন আর,
ভালবাসার জন্য তাই
ছুটছি বারংবার ।
ভাল বাসার ভাল থাকা
হবে তখন ভাই,
ভালবাসা ভাল বাসা
উভয়ই যখন পাই ।
বিষয়: বিবিধ
২০৬৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ভালবাসা খোজার চেয়ে ভাল বাসা খোজা অনেক সহজ -
কবিতা ভাল লাগছে ধন্যবাদ
হয়তো বা আপনার কথা সত্য । তবে আমার মনে হয় বাস্তবতা একটু ভিন্ন । উপযুক্ত পরিবেশ না থাকলে ভালবাসা বিকশিত হবে কি করে? তবে ব্যতিক্রম যে নেই তা কিন্তু নয় ।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
যে কোন বাসাই হোক
থাকে যদি আলো,
সেই আলো জ্বেলে তারে,
করে নাও ভাল৷
বাসা খানি তাহলেই
ভাল বাসা হবে,
যত তারে ভালবস
ফিঁকে নাহি হবে৷
সকাল সকাল ভাল বাসা আর ভালোবাসার গল্প ভালই লাগলো। ধন্যবাদ
দোয়া করি, দুটোই যেন জোটে
জাযাকাল্লাহ..
হাবিব প্রশ্ন করেছে, আমি জানিনা, আপনার জানা থাকলে জানাবেন কিন্তু
মন্তব্য করতে লগইন করুন