আজকে শুধুই স্মৃতি
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ১৭ নভেম্বর, ২০১৫, ০৫:৪২:১০ বিকাল
গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়
পড়ে তোমায় মনে,
আজকে শুধুই স্মৃতি তুমি
ভাবছি ক্ষণে ক্ষণে ।
পড়ছে ভীষণ মনে যে তাই
বাল্য কালের স্মৃতি,
সব কিছুতে পাই যে খুঁজে
শুধুই তোমার প্রীতি ।
তোমার কাছেই শিখেছিলাম
সেই যে প্রথম সাঁতার,
মেলায় যাওয়ার স্মৃতিগুলো
কেমনে ভুলি আর ।
ভালবাসার মানুষগুলো
দেয় যে কেন ফাঁকি ?
মনের ভিতর তাদের ছবি,
শুধুই কেন আঁকি ?
এসব বিষয় ভাবতে গিয়ে
পারছি নাকো আর,
তোমার ছবি উঠছে ভেসে
কাঁদছি বারংবার ।
আমি যেমন কাঁদছি নানা
তোমার কথা স্মরে,
তুমিও কি স্মরছ আমায়
ভাবছ এমন করে ?
বিঃদ্রঃ গত ২০ জুলাই ব্রেন স্টোকে নানা ইন্তেকাল করেন । বাল্যকালটা নানা বাড়িতে কাটানোর ফলে তাঁর সাথেই আমার বাল্যকালের অধিকাংশ স্মৃতিগুলো জড়িত ।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন