আজকে শুধুই স্মৃতি

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ১৭ নভেম্বর, ২০১৫, ০৫:৪২:১০ বিকাল

গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়

পড়ে তোমায় মনে,

আজকে শুধুই স্মৃতি তুমি

ভাবছি ক্ষণে ক্ষণে ।

পড়ছে ভীষণ মনে যে তাই

বাল্য কালের স্মৃতি,

সব কিছুতে পাই যে খুঁজে

শুধুই তোমার প্রীতি ।

তোমার কাছেই শিখেছিলাম

সেই যে প্রথম সাঁতার,

মেলায় যাওয়ার স্মৃতিগুলো

কেমনে ভুলি আর ।

ভালবাসার মানুষগুলো

দেয় যে কেন ফাঁকি ?

মনের ভিতর তাদের ছবি,

শুধুই কেন আঁকি ?

এসব বিষয় ভাবতে গিয়ে

পারছি নাকো আর,

তোমার ছবি উঠছে ভেসে

কাঁদছি বারংবার ।

আমি যেমন কাঁদছি নানা

তোমার কথা স্মরে,

তুমিও কি স্মরছ আমায়

ভাবছ এমন করে ?

বিঃদ্রঃ গত ২০ জুলাই ব্রেন স্টোকে নানা ইন্তেকাল করেন । বাল্যকালটা নানা বাড়িতে কাটানোর ফলে তাঁর সাথেই আমার বাল্যকালের অধিকাংশ স্মৃতিগুলো জড়িত ।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350090
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : চমৎকার ছন্দ৷ ধন্যবাদ৷
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
290534
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
350096
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৩
নাবিক লিখেছেন : ভালো লাগলো
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
290535
ফুটন্ত গোলাপ লিখেছেন : ধন্যবাদ ভাল লাগার জন্য ।
350116
১৭ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৬
আফরা লিখেছেন : আমার নানা ও আমাকে অনেক আদর করত । খুব ভাল লাগল আপনার নানাকে নিয়ে স্মৃতি চারন ।
১৭ নভেম্বর ২০১৫ রাত ১১:৩৩
290570
ফুটন্ত গোলাপ লিখেছেন : ধন্যবাদ
350151
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ হয়েছে..ধন্যবাদ..
১৯ নভেম্বর ২০১৫ রাত ১২:০৭
290720
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
350264
১৮ নভেম্বর ২০১৫ রাত ১০:৫১
বৃত্তের বাইরে লিখেছেন : সুন্দর অনুভূতি। আল্লাহ্‌ আপনার নানাকে জান্নাত নসীব করুন।
১৯ নভেম্বর ২০১৫ রাত ১২:০৭
290721
ফুটন্ত গোলাপ লিখেছেন : আমিন
350267
১৮ নভেম্বর ২০১৫ রাত ১১:০০
ছালসাবিল লিখেছেন : Sad Sad ইন্নানিল্লাহি____রাজিউন Sad Sad
১৯ নভেম্বর ২০১৫ রাত ১২:০৮
290722
ফুটন্ত গোলাপ লিখেছেন : অনেক ধন্যবাদ
364331
০১ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২১
গাজী সালাউদ্দিন লিখেছেন : হে সুভাস বিলানো ফুটন্ত গোলাপ। উনি আর আপনাকে মনে করার সুযোগ নেই। আপনি মনে করতে থাকুন। আল্লাহ্ খুশি হবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File