বন্ধ হোক মোসাহেব সংস্কৃতি

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ১৪ নভেম্বর, ২০১৫, ১১:০৭:০৮ রাত

আমাদের সমাজ়ে অন্য অনেক গুণের লোকের অভাব হলেও দুই শ্রেণীর লোকের অভাব সম্ভবত অনেক কম । তারা হলো সাহেব এবং মোসাহেব । কাজী নজরুল খুব সুন্দরভাবে এদের চিত্রাংকন করেছেন ।

সাহেব কহেন,'চমৎকার! সে চমৎকার!'

মোসাহেব বলে,'চমৎকার সে হতেই হবে যে।'

হুজুরের মতে অমত কার?

আমরা মোসাহেবদের একটু অন্য দৃষ্টিতে দেখলেও সাহেবদের ঠিকই শ্রদ্ধা এবং অনুকরনীয় দৃষ্টিতেই দেখি । কিন্তু এই মোসাহেব তৈরীর জন্য সাহেবদের ভুমিকা কোন অংশে কম কিসে ?? এই সাহেবদের কারনেই জ্বী হুজুরে ভরে গেছে সর্বত্র । কি অফিস, কি আদালত,কি শিক্ষা প্রতিষ্ঠান, কি রাজনীতি, সর্বত্রই আজ তাদের জয়োধ্বনি । হরপ্রসাদ শাস্ত্রী ঠিকই বলেছিলেন,

''যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা কোশলের অসাধ্য তাহা কেবল একমাত্র তৈল দ্বারাই সিদ্ধ হইতে পারে ।''

তাই যে তেল দিতে পারে তার বিদ্যা না থাকলেও সে প্রফেসর হতে পারে, আহম্মক হলেও ম্যাজিষ্ট্রেট হতে পারে, সাহস না থাকলেও সেনাপতি হতে পারে এবং যোগ্যতা না থাকলেও মন্ত্রী হতে পারে ।

যতদিন পর্যন্ত এসব তোষামোদীদের হাত থেকে নেতা-নেত্রীরা বের হতে না পারবেন ততদিন পর্যন্ত কোন সমস্যার সমাধান সম্ভব নয় । কারন তারা যতই যোগ্য, দক্ষ আর দেশপ্রেমী হন না কেন তাদের পক্ষে সুষ্ঠুভাবে কোন কিছু পরিচালনা করা সম্ভব নয় । চাই তা হোক কোন দেশ, প্রতিষ্ঠান বা সংগঠন । তাই বন্ধ হোক মোসাহেব সংস্কৃতি ।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349763
১৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৪০
শেখের পোলা লিখেছেন : তৈল যতদিন থাকবে আর সাথে মর্দনের স্থান ততদিন ওটা মর্দন হতেই থাকবে৷
১৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৫৫
290261
ফুটন্ত গোলাপ লিখেছেন : হুম, তা হয় তো থাকবে তবে তার একটা নিয়ন্ত্রন দরকার । তবে সমস্যাটা ওই মর্দনের স্থানটাই ।
349806
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৪
আবু জান্নাত লিখেছেন : তেল বিনে চলে না দুনিয়া।
১৫ নভেম্বর ২০১৫ রাত ১১:১১
290325
ফুটন্ত গোলাপ লিখেছেন : হুম ভাই, আমরা চলতে দেইনা তাই হয় তো চলে না । চেষ্টা করে দেখি না সবাই । পরিবর্তন হবেই ইনশা আল্লাহ ।
349840
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার একান্ত অনুভুতিকে অতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন..আশাকরি আরো লিখবেন, অনেক ধন্যবাদ
১৫ নভেম্বর ২০১৫ রাত ১১:১৫
290326
ফুটন্ত গোলাপ লিখেছেন : লেখার হাত কাঁচা । তাই বেশি লিখতে সাহস করি না । দোয়া করবেন যাতে লিখতে পারি । আপনার সুন্দর অনুভূতির এবং অনুপ্রেরনা নিশ্চয় আগামীর পাথেয় হবে । অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য ।
350372
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভিন্ন দৃষ্টিভঙ্গি। কাঁচা হাত লিখতে লিখতেই পাকা হবে। আমি ব্লগিং শুরু করার প্রথম ৬ মাস কিছু লেখার সাহসই করিনি। মনে হত কিছু লিখতেই পারবোনা কেউ পড়বেইনা।
১৯ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৮
290901
ফুটন্ত গোলাপ লিখেছেন : ধন্যবাদ ভাই । আপনার সুন্দর পরামর্শে যেন ঘুম ভাঙ্গাতে পারি এই দোয়াই করবেন । আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন । আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File