তারপরও মানুষ হাসুক
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ২১ অক্টোবর, ২০১৫, ০২:৩৫:৪১ রাত
হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই?
এই শোন না কত হাসির খবর বলে যাই ।
ছোট বেলায় পড়া কবিতাটি সবার জানা । কিন্তু আজকাল হাসিটা যেন সোনার হরিন । চারপাশের মুখগুলো দেখলে বুঝা যায় হাসির কত খরা । আর খরা হবেই না বা কেন?? স্মার্ট আর বুদ্ধিমানরা তো আর কখনো হাসে না !! হাসি বোকা আর ক্ষ্যাতদের ভূষণ । ব্যক্তিত্ববানরা কি কখনো হাসে!!!! যে বেশি হাসে, সে তো প্রশাসক হিসেবে অযোগ্য । আর রাজনীতি!! সেখানে তা যেন দন্ডনীয় অপরাধ ।
আগের যুগের মানুষরা এত ব্যক্তিত্ব মনে হয় বুঝতেন না । তারা প্রাণ খুলে হাসতেন । সহজেই মানুষকে বুকে জড়িয়ে নিতেন । তাই সম্ভবত তারা আক্রান্ত হতেন না ব্রেন স্ট্রোক, হার্ট এটাক প্রভূতিতে । তাদের যেমন গোলায় গোলায় ধান ছিল তেমন সম্পর্কতাও ছিল গলায় গলায় । তারা শুধু মানুষ নয়, গাছ-গাছালির মধ্যেও গভীর সম্পর্ক খুঁজে পেতেন । তাই তো কবি বলেছেন-
আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যে
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন ।
আগের যুগের লোকেরা ছড়াও বলতেন এভাবে-
হাসি বলে হাসা, হাসা বলে হাসি
এই নিয়ে হাসা হাসি, করে হাসা-হাসি ।
এ যুগের মানুষরা হাসবেই বা কেমন করে । চাইলেই তো আর মন খুলে হাসা যায় না । হাসিটা যে মনের ব্যাপার ।শওকত ওসমানের "কৃতদাসের হাসি" বুঝিয়ে দেয় যে, হাসির মূল্য কত । বড় বড় কবি সাহিত্যিকদের কাব্য-সাহিত্য আর বাদশার বিরাট উপঢৌকন কোন কিছুই আফ্রিকান নিগ্রো কৃতদাসটির মুখের হাসি ফিরিয়ে আনতে পারেনি ।
এই যান্ত্রিক জীবনে হাসিটা এখন দূর্লভ ঠিকই । কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার এ যুগে অসম্ভব বলে কি কিছু আছে ?? চিন্তার কিছু নেই । বিজ্ঞানিরা আপনার অভাব ঠিকই বুঝতে পেরেছেন । নাইট্রাস অক্সাইড, যা নিশ্বাসের সাথে অল্প পরিমান গ্রহণ করলে আপনার হাসির উদ্রেক হবে । তাই একে লাফিং গ্যাস বলা হয় । মন যতই খারাপ থাকুক, আপনি ইচ্ছে করলে এটির সাহায্যে মাঝে মাঝে হাসতেই পারেন । অথবা বছরে একদিন পালন করতে পারেন "হাসি দিবস" ।
হোক না সেটা কৃত্রিম উপায়, তারপরও মানুষ হাসুক । চারপাশের গোমড়া মুখোদের আর ভাল্লাগে না ।
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবতে গিয়ে ফিক ফিকিয়ে, ফেলছি হেসে ফ্যাক করে ।
সুকুমার রায়
আমাদের দেশের বেশীর ভাগই মানুষই হাসি না
আমার পোস্ট গিয়া একটু হাইসা আসেন
হাসতে গিয়েও কান্না পায় যখন কাউকে "হাঁসতে" দেখি
সুন্দর পোষ্টটির জন্য ধন্যবাদ। আমরা হাসিখুশি থাকার চাইতে বিরক্ত ও গম্ভিরতা কে মনে করি উচুঁজাতে উঠা!!
কিছু কৃত্রিম হাসি: ) ) )
হাসির হলে হাসবো কে শুনছে মানা?
ভালো লাগলো সহজ সরল হাসি।
মুচকি হাসি
গালফুলানো হাসি
হাসি আছে হসির বাড়ি,
আমাদের কি তাতে,
আমরা হাসি দাঁত কেলিয়ে
সকাল বিকেল সাঠে
মুচকি হাসি অট্ট হাসি শয়তানি হাসি পাবার হাসি স্বপ্নের হাসি লুঙ্গি খুলে হাসি
খুদা লেগেছে এখন যাই খেয়ে তার পরে হাসি
মন্তব্য করতে লগইন করুন