ঢাকা সিটি নির্বাচন ও বিএনপি

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ২৪ মার্চ, ২০১৫, ০৫:০৬:৩৯ বিকাল

বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৮ মার্চ,১৫ উপ সচিব মোঃ সামসুল আলম সাক্ষরিত এক গেজেটের মাধ্যমে ঢাকা উত্তর, দক্ষিন ও চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করে । ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল । অবশ্য এর আগে থেকেই সরকারের কিছু মন্ত্রীরা নির্বাচনের কথা বলেছেন ।

এটি স্থানীয় সরকার নির্বাচন হলেও আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে এর গুরুত্ব নেহায়েত কম নয় । তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে প্রায় ৩ মাস যাবৎ হরতাল অবরোধ পালনকারী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট উক্ত নির্বাচনে অংশ নেবে কিনা তা এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে দাড়িয়েছে ।

নিঃসন্দেহে বিএনপিকে আন্দোলন থেকে বিরত রাখার জন্য সরকারের এটি একটি ট্রামকার্ড । বিষয়টি নিয়ে বিএনপি এখনো কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি । আমার মনে হয় বিএনপির নির্বাচনের মাঠ বিনা চ্যালেন্জে ছেড়ে দেয়া উচিৎ হবে না । তবে নির্বাচনে অংশ গ্রহন করলে যে থ্রেট গুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে । নির্বাচনী এলাকায় চলমান হরতাল অবরোধ শিথিল করে ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশ গ্রহন করলে সেটি খুব বেশি সমস্যা হবে বলে মনে হয় না ।

বিএনপি এ নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে তাদের জনপ্রিয়তা ও শক্তি দুই ই জানান দিতে পারে । সেই সাথে ঢাকা মহানগর বিএনপিকে আন্দোলনের জন্য গুছিয়ে নিতে পারে । সাথে সাথে নির্বাচনে কোন ধরনের কারচুপি হলে তা দেশে বিদেশে তুলে ধরে আন্দোলনকে বেগবান করতে পারে ।

পক্ষান্তরে বিএনপি নির্বাচনে অংশ নিলে না আওয়ামীলীগ ফাকা মাঠে গোল দিতে পারে । আর অংশ নিলে তাদের অধীনে নির্বাচনে বিএনপির কোন সমস্যা নেই বলে প্রচার করবে । সেই সাথে তারা যে নির্বাচন মুখী গনতান্ত্রিক দল বহির্বিশ্বে তা প্রচার করবে । বিএনপিকে এগুলো মোকাবেলা করতে হবে রাজনৈতিক কৗেশল ও বুদ্ধিমত্বার সাথে । নির্বাচন বর্জনের মাধ্যমে নয় ।

বিষয়: রাজনীতি

৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File