লাশের মিছিল আর কতো

লিখেছেন লিখেছেন এ কে এম কায়সারুল আলম সোহাগ ১৬ মার্চ, ২০১৫, ০২:৪৪:০৫ দুপুর

বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অবরোধের

দুই মাস পার হয়ে গেছে । সাথে হরতাল চলছেই । প্রতিদিন লাশের মিছিল

বেড়েই চলছে । প্রতিদিনই ঘটছে প্রানহানী । মরছে সাধারণ মানুষ,বার্ণ ইউনিটে

দগ্ধদের আত্ননাত- আহাজারী বেড়েই চলছে । সাথে পুড়ছে

যানবাহনও । সরকারের একাধিক ব্যক্তি ঘোষনা দিয়েছিলেন হরতাল-অবরোধে যানবাহন

চালাতে কোন ক্ষতি হলে ক্ষতিপূরন দিবে এবং ইতিমধ্যেই অনেকে ক্ষতিপূরন

পেয়েছিলেন কিন্তু জীবনের ক্ষতিপূরন আদৌ

দেয়া কি সম্ভব ?

সরকার হার্ড লাইনে থাকলেও নাশকতা , হামলা ,ভাংচুর ঠেকাতে অনেকটাই

ব্যর্থ হয়ে পড়েছে । সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো একসপ্তাহের মধ্যে

পরিস্হিতি নিয়ন্ত্রনে আসবে কিন্তু নয় সপ্তাহ পার হয়ে গেলেও পরিস্হিতি

নিয়ন্ত্রনে আসেনি । প্রতিদিনই দৃষ্টকৃতকারী গ্রেফতার হলেও নতুন করে নতুন

জায়গাতেও জ্বালাও পোডাও হচ্ছে । নির্ধারিত সময়ে যেতে পারছেনা ট্রেনগুলো ।

গণহারে গ্রেফতার, ভয়

ভীতি কিংবা গুলি করে আন্দোলন ঠেকানো কি সম্ভব ?

আওয়ামীলীগ ও ১৪ দল সারাদেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করেও পরিস্হিতি

স্বাভাবিক হয়নি । আমরা তো সরকারের কাছে ভাত কাপড় টাকা পয়সা চাই না তাহলে আমাদের মতো সাধারন মানুষদের কেন বলির পাঠা হতে হচ্ছে ? আর কতো লাশের মিছিল হলে সাধারন মানুষদের নিয়ে হলী খেলা বন্ধ হবে ? জানি উত্তর কখনো পাবো না তারপরেও জানতে খুব ইচ্ছে করে কবে বন্ধ হবে আমাদের এ আতংক ।

বিষয়: রাজনীতি

৯৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309361
১৬ মার্চ ২০১৫ রাত ১০:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File