###ছোট একটি শিক্ষনীয় গল্প সবাই পড়বেন ..@@@

লিখেছেন লিখেছেন নিউজিল্যান্ড প্রবাসী ১৫ মার্চ, ২০১৫, ১১:০৩:৫০ রাত

ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। 

তার বাবা তাকে একটা 

পেরেক ভর্তি ব্যাগ দিল এবং 

-------বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে।

প্রথমদিনেই ছেলেটি বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো তাই...

প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো।

সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না।সে তার বাবাকে এই কথা জানালো।

-------তার বাবা তাকে বললো, এখন

তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো।

অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন

তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে।

----তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো, 'তুমি খুব ভাল

ভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্ত গুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের

অবস্থায় ফিরে যাবে না। 

যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আচড় পরে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রন করতে শেখো।

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।" আর সেই নিয়ন্ত্রন একদিনে সম্ভব নয়।

তবে তুমি চেষ্টা করেছো বলে আজ সক্ষম হয়েছো।

* আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন....

বিষয়: বিবিধ

৩১১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309160
১৬ মার্চ ২০১৫ রাত ১২:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর লিখেছেন.... ধন্যবাদ শিক্ষনিয় লেখাটির জন্য।
309161
১৬ মার্চ ২০১৫ রাত ১২:১১
এ,এস,ওসমান লিখেছেন : ভালো লাগলো
309163
১৬ মার্চ ২০১৫ রাত ১২:১৩
নিউজিল্যান্ড প্রবাসী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File