বিডিফেসের অশ্লীলতা!!
লিখেছেন লিখেছেন দিগন্তের সূর্য ১৫ নভেম্বর, ২০১৬, ১১:২২:০২ সকাল
বিডিফেসে আমাকে প্রতিদিনই কয়েকবার করে প্রবেশ করতে হয়। এটা এখন চা পান করার মত অভ্যাসে পরিণত হয়েছে। সকালে সাধারণ কাজ শুরুর আগে বিসিফেসেই আসি । তারপর অন্যান্য কাজ শুরু করি। সম্ভবত, এক সাথে অনেক ভিন্ন ভিন্ন ধারার খবর যারা পেতে চান তারা সবাই বিডিফেসের ভক্ত।
আমি এখন আর দৈনিক পত্রিকা পড়ি না। ফিডিফেসের উপরই নির্ভর করি। এতে খুব চমৎকার ভাবে সময় বেঁচে যায়। কিন্তু, বিডিফেসের প্রতি আমার কঠিন এক অভিযোগ আছে। আশা করছি, শুধু আমি নই, বিডিফেসের প্রত্যেক পাঠকের মনেই আমার অভিযোগটা ঘুরপাক খায়। অভিযোগটি হচ্ছে অশ্লীলতা! হ্যাঁ, বিডিফেসে অশ্লীলতার যে সয়লাব তা অন্যকোন সংবাদ সাইটে বিরল।
সকালে আমার মনের পবিত্রা নষ্ট করছে বিডিফেস। কিসব অশ্লীল মেয়েদের ছবি! এবং লিংকগুলিতে আরও অশ্লীলতা! কৌতুহলবসত একদিন একটা লিংকে ক্লিক করে যারপরনাই বিস্মিত হয়েছি। রীতিমত পর্ণোটাইপ! ভাবা যায়!
যারা কিশোর বয়সের তারা এইসব ছবি দেখলে তাদের মানসিক অবস্থা কেমন হবে তা কি আপনার বুঝতে পারছেন? ঘরের বাচ্চা কাচ্চাদের চোখ ঐ ছবিগুলির উপর পড়লে তাদের মনে কি কোন জিজ্ঞাসা হয় না মনে করছেন?
বিডিফেস কর্তৃপক্ষের নিকট অনুরোধ, প্লিজ, এইসব অশ্লিল এ্যাড বন্ধ করুন। নচেত, সন্দেহাতীতভাবে মহান আল্লাহর কাছে ধরা খাইবেন। আর যদি অার্থিক সমস্যার কারণে ঐগুলি করতে বাধ্য হোন তাহলে বিডিফেস বন্ধ করে দিন। আপনারা যদি আর্থিক সমস্যার কারণেই ঐসব অশ্লীল এ্যাড দিতে বাধ্য হন, তবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, তহবিল সংগ্রহে বিকল্প চেষ্টা করলে আল্লাহ কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ।
পাঠকদের প্রতি অনুরোধ, আপনারাও বিডিফেস কর্তপক্ষকে চাপ সৃষ্টি করুন। যতটা সম্ভব। নচেত, নেহী আনিল মুনকারের কাজ না করার কারণে আপনাদেরকেও মহান আল্লাহর দরবারে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
----
গাজি ভাই- আহ্বান করলেই তো হবে না! অশ্লীলতাকেও পরিহার করতে হবে। অনুরোধ থাকবে, যতটুকু সম্ভব, বিডিফেস কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করুন।
---
ভালো লাগলো / অনেক ধন্যবাদ /
Adblock Plus is best. Round the globe people are using.
This is the link:https://adblockplus.org/
-----------------
আপনি তো এখানে নিয়োমিত লেখেন-অনুরোধ থাকবে, যতটুকু সম্ভব, বিডিফেস কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করুন।
মন্তব্য করতে লগইন করুন