নিজামীর ফাঁসি; জামাআতে ইসলামী এবং আমাদের বাঙালী আলেমদের অবস্থা
লিখেছেন লিখেছেন দিগন্তের সূর্য ০৯ মে, ২০১৬, ১১:৩৪:৩৩ রাত
জুলুমের এক সফল রাষ্ট্র কায়েম করতে সমর্থ হয়েছে আওয়ামীলীগ নেতৃত্বাধীন জোট। দিন দিন তাদের জুলুমের মাত্রা বেড়েই চলেছে। আপাতত তাদের জুলুমের সর্বোচ্চ স্তরটি জামাআতে ইসলামীর ক্ষেত্রে প্রয়োগ করছে।
মধ্যখানে হেফাজতে ইসলাম জুলুমের কিছুটা প্রতিকার করতে চেষ্টা করেছিলো। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিলো ভিন্ন। রাতের আঁধারে হেফাজতের সাধারণ নেতা-কর্মীদের পৈশাচিক কায়দায় সরকার ঘরে ফিরে যেতে বাধ্য করলো। সরকার আরো সাহসী হয়ে উঠলো। সীমাহীন সাহসী! যেন তারা পেয়ে গেলো স্রষ্টার আসন!
সন্দেহাতীতভাবে আওয়ামীলীগকে লিড দিচ্ছে ভারত এবং ইউরোপ, আমেরিকা। কিন্তু সীমাহীন বেদনায় লক্ষ্য করি জামাআতে ইসলামী ঐ ইউরোপ আমেরিকার দিকেই চেয়ে থাকে। হায়! তারা যদি কাফিরদের সাথে মুসলিমদের নীতিটা বুঝত!
আওয়ামী লীগ স্বয়ং কুফুরী ব্যবস্থাপনাকে নিজেদের জন্য অপরিহার্য করে নিয়েছে। তাহলে যারা পৃথিবীব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কিভাবে আওয়ামীলীগের বিপরীতে যাবে? হে আমার জামাআতে ইসলামীর ভাইয়েরা, আপনার আর কত ধ্বংসলীলা দেখলে সত্য উপলব্ধি করবেন।
অন্যদিকে আমাদের আলেমদের নিরবতা যেন আমাদের মত কিছু যুবকদের বুকে করাত চালিয়ে দেওয়ার মত বেদনার সৃষ্টি করেছে।
দূরের ঐ মিশর থেকে মজলুমের কষ্ট অনুভব করছে মুসলিম ব্রাদারহুড। তুরস্ক ও পাকিস্তান থেকে বার্তা আসছে। কিন্তু বাংলাদেশের আলেমরা যে একখন্ড লোহার পাত!!
জামাআতে ইসলামী নেতাদের ফাঁসি হচ্ছে ইসলামের কারণেই এই চরম সত্যটা উপলব্ধি করার পরও কোন যুক্তিতে, কোন হেকমতে আমাদের আলেম সমাজ এবং ইসলামী সংগঠনগুলি চুপ করে থাকে? অথচ আমাদের মহান দ্বীন ইসলাম নেহি আনিল মুনকারের ক্ষেত্রে মৌখিক প্রতিবাদ জানানোটাকে ঈমানের দ্বিতীয় স্তর হিসেবে আখ্যায়িত করেছে।
তাহলে কি ধরে নিবো আমাদের দ্বীনের কথিত রাহবাররা আজ ঈমানের দ্বিতীয় স্তরেও নেই! ভারতীয় সমাজে জিহাদের ঝান্ডা উড়ানো মহান মুজাহিদ বুজুর্গদের উত্তরসুরীদের ঈমানী তেজ কি তবে শূন্যের কোঠায়!
আমাদের শান্তিবাদি আলেমরা কি একটুও চিন্তা করছে না যে, জামাআতে ইসলামীও একটি শান্তিবাদী সংগঠন। আজ জামাআতে ইসলামীর যখন এই কঠিন অবস্থা তখন কালকে যে আপনাদের উপর আওয়ামী জুলুমের আকাশ ভেঙে পড়বে না এটার গ্যারান্টি কোথায়?
হে আমাদের আলেম সমাজ, আমাদের রাহবার, আমাদের এগিয়ে যাওয়ার পাথেয়, আপনারা কেন এই জুলুম প্রতিবাদ করছেন না? আপনাদের কি হলো যে, মজলুমের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চারিত হয় না!
তবে যেনে রাখুন,
হয় দুনিয়াতেই আপনারা চুপ থাকার নিকৃষ্ট পুরস্কার পেয়ে যাবেন অথবা আখিরাতে কঠিন জবাবদীহিতার মুখোমুখি হবেন।
মহান আল্লাহ আমাদের সত্য উপলব্ধি করার তাওফিক দান করুন।
বি:দ্র:- সর্বশেষ শায়খ ইউসুফ আল কারযাভী মাওলানা মতিউর রহমান নিযামীর ফাঁসি বন্ধে প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বার্তা দিয়েছেন।
বিষয়: বিবিধ
১৮৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদের সত্য উপলব্ধি করার তাওফিক দান করুন।
মহান আল্লাহ আমাদের সত্য উপলব্ধি করার তাওফিক দান করুন।
মন্তব্য করতে লগইন করুন