ব্যক্তিত্বের পতন??
লিখেছেন লিখেছেন দিগন্তের সূর্য ২৫ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৫:২১ সকাল
নিজের অস্বিত্বকে স্বকীয়ভাবে যুক্তির সাথে ব্যাখ্যা করার সামর্থ কথিত আধুনিক জীবন যাত্রার সাথে জড়িয়ে পড়া মানুষদের জন্য প্রায় অসম্ভব একটি কাজ। কারণ সে যা জানে এবং বিশ্বাস করে তার কর্ম তৎপরতা ঠিক তার বিপরীত দিকে চালিত। এর চেয়ে নিকৃষ্ট ব্যক্তত্বহীনতা আর কী হতে পারে?
স্বকীয়তার মধ্যেই ব্যক্তিত্ব। এর দ্বারা ব্যক্তিত্ব বিকশিত হয়। বিন্তু বর্তমান মানব সভ্যতা এক চলমান সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে হারিয়েছে তার কেন্দ্র। ফলে সে প্রভাবিত তার চারপাশের বিভিন্ন জাহেলিয়াতের উপকরণ দ্বারা।
সিন্ধান্ত গ্রহণ, লক্ষ্য নির্ধারণ, ভবিষতের স্বপ্ন সবকিছু তাকে চালিত করছে আধুনিক পূঁজিবাদ। জালের মত ছড়িয়ে পড়া বিভিন্ন মাধ্যম তাকে শিখাচ্ছে তোমার বিশ্বাসকে যদি তুমি বির্সজন দিতে না পারো তাহলে তুমি পিছিয়ে পড়বে, চরম আর্থিক সমস্যায় পড়বে, তুমি একটি সুখি সংসার গড়তে পারবে না ইত্যাদি ইত্যাদি।
সে ভীত হয়ে পড়ে। হতাশায় নিমজ্জত হয়। দুদিন আগেও যে মানুষটি নতুন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখত সেই আজ চলমান ভ্রষ্ট সভ্যতায় ডুলে গেল।
পতন হলো আরো একটি ব্যক্তিত্বের।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন