বন্ধুত্ব!!
লিখেছেন লিখেছেন দিগন্তের সূর্য ০১ নভেম্বর, ২০১৫, ০৯:৩৯:২৭ রাত
বন্ধুত্ব কথাটির অর্থ খুব গভীর। এর আবেদন প্রচন্ড। অনেক সময় বেঁচে থাকার অবলম্বন। কিন্তু বন্ধুত্বকে সফলভাবে সজ্ঞায়িত করা খুব কঠিন।
হ্যাই- হ্যালোই কি বন্ধুত্ব? বিপদের সময় পাশে দাঁড়ানোই কি বন্ধুত্বের নির্দশন? কাউকে মনের সব কথা খুলে বলতে পারলেই কি বন্ধু হওয়া যায়? নিশ্চিত করে বলতে পারি, উপরের কোন একটি গুন পাওয়া গেলেই যে বন্ধত্ব হয়ে গেল এমন ধারণা করাটা বড্ড সরলীকরণ হয়ে যায়। এটি আরো গভীর কিছু, আরো গভীর।
অন্যদিকে বিপরীতে লিঙ্গের প্রতি বন্ধুত্বের রসায়ন আরো বেশি জটিল। উপন্যাসিক এবং কবি অস্কার ওয়াইল্ডের একটি বিখ্যাত উক্তি এখানে প্রাধানিযোগ্য- “Between men and women there is no friendship possible. There is passion, enmity, worship, love, but no friendship.” অস্কার সাহেব যা বলেছেন তার কি পুরোটাই সঠিক?
তবে সত্যিকারের বন্ধুত্ব কী রকম হয় তার একটা ডায়লগ আছে পৃথিবীখ্যাত থ্রিলার উপন্যাস ‘গডফার’ এ। সেখানে ‘ডন’ তার পোষ্যপুত্রকে উদ্দেশ্য করে বলেছিলেন “ Friendship is everything. Friendship is more than talent. It is more than government. It is almost the equal of family. Never forget that.” মারিও পুজো কর্তৃক সৃষ্ট এই ডায়লগ বন্ধুত্বের সজ্ঞা নয় বরং বন্ধুত্বের স্বরুপকে প্রকাশ করেছে।
বন্ধুত্ব আসলে কী? আমার বন্ধুদের কাছে কি ‘বন্ধুত্বের’ কোন উত্তম সজ্ঞা আছে?
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নবী (সা.) বলেন, ‘মানুষ তার বন্ধু স্বভাবী হয়, তাই তাকে লক্ষ্য করা উচিৎ যে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ ( তিরমিযী)
নবী (সা.) বলেন, ‘সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে- আতর বিক্রয়কারী এবং কামারের হাপরের ন্যায়। আতরওয়ালা তোমাকে নীরাশ করবে না, হয় তুমি তার কাছ থেকে ক্রয় করবে কিংবা তার নিকট সুঘ্রাণ পাবে। আর কামারের হাপর, হয় তোমার বাড়ি জ্বালিয়ে দিবে, নচেৎ তোমার কাপড় পুড়িয়ে দিবে আর নাহলে দুর্গন্ধ পাবে।’ (বুখারি, অধ্যায়, ক্রয়-বিক্রয়, হাদিস নং : ২১০১)
আলকামাহ (রহ.) বলেন, ‘বন্ধুত্ব কর তার সঙ্গে, যার সাহচর্য তোমাকে সুন্দর করে, তুমি অভাবগ্রস্থ হলে তোমাকে সাহায্য করে, ভুল বললে তোমার ভুল সংশোধন করে, যদি তোমার মধ্যে কোনো মঙ্গল দেখে, তো গুণে গুণে রাখে, যদি তোমার মধ্যে কোন ত্রুটি দেখে তো শুধরে দেয়, যদি তার কাছে চাও তো সে দেয়, কঠিন সময়ে তোমাকে সান্তনা দেয়, আর তাদের নিম্ন স্তরের সে, যে তোমার কোন অন্যায় করে না।’
শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন