নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন
লিখেছেন লিখেছেন দিগন্তের সূর্য ০৩ এপ্রিল, ২০১৫, ০৯:০৭:১১ রাত
নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন মুখরোচক স্লোগানমাত্র। নারী স্বাধিনতা বা নারীর ক্ষমতায়ন বলে কোন কিছু নাই। যা থাকা উচিত, যা ছিল এবং যা থাকবে তা হচ্ছে দায়িত্ববোধ। পুরুষ তার দায়িত্ব পালন করে চলবে এবং নারীও তার দায়িত্ব পালন করে চলবে, এভাবেই সৃষ্টি হবে 'সৃষ্টিশীলতার।'
প্রাকৃতিকভাবে নারী-পুরুষের ভিন্নতা রয়েছে। ভিন্নতা রয়েছে মানসিকতার। যারা নারী পুরুষের সমতার কথা বলেন, তার নারীর কাছে 'মহান' সেজে তাকে ভোগ্য পণ্য করতে চানমাত্র। নিজ নিজ দায়িত্বের জায়গায় কোথাও পুরুষের শ্রেষ্টত্ব আবার কোথাও নারীর শ্র্রেষ্টত্ব। এখানে দায়িত্ববোধই আসল কথা, অন্য যা কিছু সব ভুয়া।
মজার ব্যাপার হচ্ছে, নারী নিজেই এই সমতায় বিশ্বাস করে না। এটা পরিক্ষা করার জন্য মনোবিজ্ঞানের সাহায্য নেয়ার দরকার নেই।সংসার জীবনে এর যথেষ্ট প্রমাণ বিদ্যমান। প্রত্যেক নারীই তাঁর পুরুষ সঙ্গীর বীরত্বের কাজগুলি গর্বভরে প্রচার করে গর্বিত হন। কিন্তু কোন নারীই তাঁর সঙ্গীর দূর্বলতাগুলিকে হাইলাইট করে গর্বিত হন না। 'আমার স্বামী আমার শাড়ি-ব্লাউজ ধুয়ে দেয়' এটা কোন নারীই গর্বভরে প্রচার করবে না। সংসারে একজন নারী চান, পুরুষটি তার উপর জোর খাটাক! এমনকি যৌনতায়ও, নারী চান, পুরুষটিই তার নিয়ন্ত্রক হোক!
ফেসবুকে আমার সঙ্গে
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন