হারানো পেনড্রাইভ ফেরত পেলাম যেভাবে-
লিখেছেন লিখেছেন যোবায়ের আহমদ ২০ মার্চ, ২০১৫, ০৯:৫০:০৮ রাত
গাড়ি থেকে নেমে রুমে এসে কাপড় চেঞ্জ করছি। সপ্তাহখানেক আগের ঘটনা। অপরিচিত নাম্বার থেকে এসময় একজন ঠিক আমার নাম পরিচয় নিশ্চিত হয়ে ফোন করে জানালেন তাঁর অফিসের এক পিয়ন বাসে আমার একটা পেন ড্রাইভ পেয়েছেন! সাথে সাথে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম, আসলেই পেন ড্রাইভ হারিয়ে এসেছি। যাক, তাঁর ঠিকানা জেনে নিলাম। সুযোগমত একসময় গিয়ে নিয়ে আসলেই চলবে, তিনি আশ্বস্ত করলেন। প্রশ্ন হল, পেন ড্রাইভ থেকে আমার পরিচয় পাবার বিষয়টি! আমার পেন ড্রাইভের নাম দেয়া ছিল আমার মোবাইল নাম্বার। আর তিনি সেটি ওপেন করে ভেতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইল দেখে একটু পরিচয় জানার চেষ্টা করলেন। ভাগ্যক্রমে সেখানে আমার একটা সিভি ছিল। ফলে নিশ্চিত হওয়াটা তাঁর জন্য অনেক অনেক সহজ হয়ে গেল।
কয় টাকাই বা এই পেন ড্রাইভের দাম? বর্তমান বাজারে ৭০০ টাকার কম হবে! বেচারা পিয়ন এটি বাসে পাবার পর নিয়ে এসে ম্যানেজার স্যারকে দিলেন। ম্যানেজার স্যার সাথে সাথেই সেটি কম্পিউটারে ওপেন করলেন আর নিশ্চিত হবার পর আমাকে ফোন করলেন।
গতকাল গিয়ে সেটি নিয়ে আসলাম। তাঁদের দুজনকে ধন্যবাদ দেবার সময় বললাম, বাংলা ভাষায় ধন্যবাদের চেয়ে আরও ভাল বিশেষণ থাকা দরকার। কারণ, শুধু ‘ধন্যবাদ’ দিলে আপনাদের ভূমিকাটিকে বেশ ছোট করে দেখা হয়ে যায়। ধন্যবাদ তো আরও অনেক সাধারণ হেল্প করলেও মানুষ দেয়।
দায়িত্ববান মানুষ এখনও সমাজে আছে!
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ দিয়ে দায়সারা হলে চলবে না, আমাদেরকেও খোঁজতে হবে সুস্থ পথে ধন্যবাদ অর্জনের কর্ম...! ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।
শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন