যে ব্যক্তি জামা'আত হ'তে ................
লিখেছেন লিখেছেন নব দিগন্ত ২ ১২ মার্চ, ২০১৫, ০৪:১১:১৭ বিকাল
হারিছ আল-আশ'আরী (রা হ'তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছা এরশাদ করেন,"আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি-
১.জামা'আতবদ্ধ জীবন যাপন করা
২.আমীরের নির্দেশ শ্রবণ করা
৩.তাঁর আনুগত্য করা
৪.প্রয়োজনে হিজরত করা এবং
৫.আল্লাহর রাস্তায় জিহাদ করা।
যে ব্যক্তি জামা'আত হ'তে এক বিঘত পরিমাণ বের হয়ে গেল তার গর্দান হ'তে ইসলামের গন্ডি ছিন্ন হ'ল-যতক্ষণ না সে ফিরে আসে।যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দাওয়াত দ্বারা আহ্বান জানাল,সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হ'ল।যদিও সে ছিয়াম পালন করে,ছালাত আদায় করে এবং ধারণা করে যে,সে একজন মুসলিম।
-আহমাদ,তিরমিযী,সনদ ছহীহ,মিশকাত,"ইমারত" অধ্যায়,হা/৩৬৯৪
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক জাজাকাল্লাহ ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন