আমরা কি করেছি?????
লিখেছেন লিখেছেন মেঘে ঢাকা আকাশ ১৮ মার্চ, ২০১৫, ১০:৩৪:০০ রাত
বিশ্বকাপের আগে আমরা জাতীয় ক্রিকেট দলের খেলা দেখে অনেকে অনেক বিরূপ মন্তব্য ছুড়ে দিয়েছিলাম।কেননা বিশ্বকাপের শেষ ৫টি ম্যাচের কোনটিতেই আমরা জিততে পারিনি।কিন্তু বিশ্বকাপে টাইগারদের সাফল্য দেখে সবাই এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ আরো ভাল কিছু উপহার দিবে আমাদের।এবার কালকের খেলা সম্পর্কে কিছু বলি
আগামীকাল বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে কোয়াটার ফাইনালের ২য় ম্যাচে।আমরা সবাই আশায় বুক বেধে আছি বাংলাদেশ ভারতকে হারাবে।সারা দেশকে তারা এক সূখ সাগরে ভাসাবে।তবে কথা অন্য জায়গায়।প্রশ্ন হলো,আমরা তাদের জন্য কি করেছি?
২০১১ সালের বিশ্বকাপে ভারত শচীন টেন্ডুলকারকে নিয়ে একটি এ্যাড করেছিল,"we wait for 28 year"।এবার ও তারা করেছে "won't give it back"।কিন্তু আমরা কি করেছি?আমরা শুধুমাত্র জাতীয় দলের সমালোচনা করেছি।ভুল ধরেছি।গালাগাল দিয়েছি।
কিন্তু একটা কথা একবারো ভেবে দেখেছি,আমরা সাহস না দিলে,অনুপ্রেরনা না যোগালে কি করে তারা ভালো করবে?
তাই আজ থেকে চলুন,আমরা শপথ করি,যেমন টাইগারদের সাফল্যের সময় পাশে থেকেছি,অবশ্যই তাদের দুঃখের সময়ও আমরা পাশে থাকবো।
আমরা মনে প্রানে বিশ্বাস করি,কাল বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে।কেননা তাদের অহংকার।এই অহংকারের কারনে ইবলিশ শয়তানের উৎপত্তি।তারা আমদের কটাক্ষ করে কোন লজ্জায়? তারা কি ভুলে গেছে সকল ইতিহাস?তারাই ২০০৭ সালে আমাদের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল।২০১২ সালে আমরাই তাদের হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছিলাম। বেশী দিন আগের কথা নয় ২০১৪ সালেই তারা আমাদের সাথে মাত্র ১০৫ অল আউট হয়েছিল।তার কি এগুলো সবই ভুলে গেছে?তারা ভুলে গেলেও আমরা ভুলিনি,কারন এগুলো আমাদের অনুপ্রেরনা।আর এই অনুপ্রেরনাই কাল আমাদের সকল অবজ্ঞা,অবহেলা,কটাক্ষ,তিরষ্কারের জবাব দিতে সাহায্য করবে।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খেলায় জিতার জুন্য সিজদায় মাথায় লুটাই নামাজের জন্য নয়!
পারলাম না! আপনার পিছনেই!
০ ঐ ম্যাচে কি বাংলাদেশ জিতেছিল ?
http://www.espncricinfo.com/ci/engine/current/match/744681.html?version=iframe
পোলাপাইন ! হুদাই লাফায় ।
সুন্দর বলেছেন।
লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন