মেয়েটি আমার বাঁশ বাগানে ঘুমায়

লিখেছেন লিখেছেন মনজুরুল আলম প্রিন্স ০৯ মার্চ, ২০১৫, ০৪:২৫:৩৬ বিকাল

মেয়ের মত লাগে, জননী কেইয়া তাকে।

কাছে বোলাই কথা জিগাই যেমন জিগায় বাপে।

বেচেঁ থাকলে মেয়ে আমার এমন বড় হইতো

হাসতো-খেলতো বাবা বলে আমায় আদর করতো।

সে ধন আমার চইলা গেল, না জানি কোন দেশে

সারাক্ষণ সারাবেলা খুঁজি আমি স্বপ্নের বেশে।

চুড়ি দিতাম আলতা দিতাম, দিতাম কিনে ফিতা

কারে এখন দিমু সে সব, আমি অভাগা পিতা।

সকল কাজ করে যখন, একটু ঘুমাই রাতের ফাঁকে

স্বপ্নের মাঝে কে যেনো আমায়, বাবা বাবা বলে ডাকে।

বাবার ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়

যেয়ে দেখি মেয়েটি আমার বাঁশ বাগানে ঘুমায়।

মেয়ের মত লাগে, জননী কেইয়া তাকে।

কাছে বোলাই কথা জিগাই যেমন জিগায় বাপে।

বেচেঁ থাকলে মেয়ে আমার এমন বড় হইতো

হাসতো-খেলতো বাবা বলে আমায় আদর করতো।

সে ধন আমার চইলা গেল, না জানি কোন দেশে

সারাক্ষণ সারাবেলা খুঁজি আমি স্বপ্নের বেশে।

চুড়ি দিতাম আলতা দিতাম, দিতাম কিনে ফিতা

কারে এখন দিমু সে সব, আমি অভাগা পিতা।

সকল কাজ করে যখন, একটু ঘুমাই রাতের ফাঁকে

স্বপ্নের মাঝে কে যেনো আমায়, বাবা বাবা বলে ডাকে।

বাবার ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়

যেয়ে দেখি মেয়েটি আমার বাঁশ বাগানে ঘুমায়।

বিষয়: সাহিত্য

৮৬৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308072
০৯ মার্চ ২০১৫ রাত ০৮:০৪
308083
০৯ মার্চ ২০১৫ রাত ০৯:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১২ মার্চ ২০১৫ রাত ০১:৫৯
249501
মনজুরুল আলম প্রিন্স লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
308084
০৯ মার্চ ২০১৫ রাত ০৯:২১
আফরা লিখেছেন : হারিয়ে যাওয়া মেয়ের জন্য বাবার মনের কষ্ট কবিতায় ফুটে উঠেছে ।

ছোট্ট বেলায় আমার মামনি আমাকে একটা কবিতা শুনাত বাশঁ বাকানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ সে কবিতা টার কথা মনে পড়ল ।

আল্লাহ আপনাকে আরেকটা মেয়ে দান করুন । আমীন ।
১২ মার্চ ২০১৫ রাত ০২:০০
249502
মনজুরুল আলম প্রিন্স লিখেছেন : আমিতো বিয়েই করিনি? মেয়ে পাবো কোথায়?
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ!
১২ মার্চ ২০১৫ রাত ০২:০৪
249503
আফরা লিখেছেন : তাহলে আপনি এমন আবেগ দিয়ে কবিতা লিখেছেন কি ভাবে ! !
১৩ মার্চ ২০১৫ রাত ০১:০৩
249633
মনজুরুল আলম প্রিন্স লিখেছেন : কল্পনায় আমি একটি মেয়ের বাবা হয়ে লিখেছি!
১৩ মার্চ ২০১৫ রাত ০১:০৫
249635
আফরা লিখেছেন : সাবাস ! ! আপনার প্রতিভা আছে আরো বেশি বেশি লিখুন ভাইয়া ।
308715
১৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
মনজুরুল আলম প্রিন্স লিখেছেন : দোয়া করবেন!

প্রথম বরষা কবতিাটিতে আপনি কমেন্টস করেছিলেন কিন্তু আমার বোকামির কারনে কিভাবে যেন ডিলেট হয়ে গেল। যদি পারে কষ্ট করে ওই একই কমেন্টস করবে। প্রসঙ্গ ছিল নতুন আয়না। Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File