মেয়েটি আমার বাঁশ বাগানে ঘুমায়
লিখেছেন লিখেছেন মনজুরুল আলম প্রিন্স ০৯ মার্চ, ২০১৫, ০৪:২৫:৩৬ বিকাল
মেয়ের মত লাগে, জননী কেইয়া তাকে।
কাছে বোলাই কথা জিগাই যেমন জিগায় বাপে।
বেচেঁ থাকলে মেয়ে আমার এমন বড় হইতো
হাসতো-খেলতো বাবা বলে আমায় আদর করতো।
সে ধন আমার চইলা গেল, না জানি কোন দেশে
সারাক্ষণ সারাবেলা খুঁজি আমি স্বপ্নের বেশে।
চুড়ি দিতাম আলতা দিতাম, দিতাম কিনে ফিতা
কারে এখন দিমু সে সব, আমি অভাগা পিতা।
সকল কাজ করে যখন, একটু ঘুমাই রাতের ফাঁকে
স্বপ্নের মাঝে কে যেনো আমায়, বাবা বাবা বলে ডাকে।
বাবার ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়
যেয়ে দেখি মেয়েটি আমার বাঁশ বাগানে ঘুমায়।
মেয়ের মত লাগে, জননী কেইয়া তাকে।
কাছে বোলাই কথা জিগাই যেমন জিগায় বাপে।
বেচেঁ থাকলে মেয়ে আমার এমন বড় হইতো
হাসতো-খেলতো বাবা বলে আমায় আদর করতো।
সে ধন আমার চইলা গেল, না জানি কোন দেশে
সারাক্ষণ সারাবেলা খুঁজি আমি স্বপ্নের বেশে।
চুড়ি দিতাম আলতা দিতাম, দিতাম কিনে ফিতা
কারে এখন দিমু সে সব, আমি অভাগা পিতা।
সকল কাজ করে যখন, একটু ঘুমাই রাতের ফাঁকে
স্বপ্নের মাঝে কে যেনো আমায়, বাবা বাবা বলে ডাকে।
বাবার ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়
যেয়ে দেখি মেয়েটি আমার বাঁশ বাগানে ঘুমায়।
বিষয়: সাহিত্য
৮৮১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট্ট বেলায় আমার মামনি আমাকে একটা কবিতা শুনাত বাশঁ বাকানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ সে কবিতা টার কথা মনে পড়ল ।
আল্লাহ আপনাকে আরেকটা মেয়ে দান করুন । আমীন ।
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ!
প্রথম বরষা কবতিাটিতে আপনি কমেন্টস করেছিলেন কিন্তু আমার বোকামির কারনে কিভাবে যেন ডিলেট হয়ে গেল। যদি পারে কষ্ট করে ওই একই কমেন্টস করবে। প্রসঙ্গ ছিল নতুন আয়না।
মন্তব্য করতে লগইন করুন