ভূমিকম্প দেখে কি তোমরা কিছু বুঝনা?

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৬ এপ্রিল, ২০১৫, ০৩:৫৪:১৭ দুপুর

নাস্তিক দের কাছে আমার প্রশ্ন?

কালকে আর আজকে নেপাল,বাংলাদেশে,আর ভারতে কে নাড়া দিয়েছে?

ইবলিশের পথপ্রদর্শক দের কাছে এই উত্তর পাওয়া যাবেনা ১০০%

তদের কাছে অনুরোধ করতেছি, তরা আল্লাহ ও রাসুলের অস্তিত্ব নিয়া আর বিদ্রূপ করিছ না।

তদের অপরাধের কারনে আজকে আল্লাহ এই ভয়ংকর বিপদের আভাস দিয়ে দেখাচ্ছেন ভূমিকম্পের মাধ্যমে।

তদের কাছে অনুরোধ থাকলো এখনো সঠিক পথে আয়,কোর-আনের আয়াতের বাংলা অর্থসহ কোনো আলেমের কাছথেকে শিখে নেয়।

আল্লাহর নামে কসম করে বলতেছি আল্লাহ এক,আল্লাহর কোনো শরিক নেই। সমস্ত জাহানের মালিক তিনি একা,তিনি সৃষ্টি করেছেন মাটি,এই মাঠি থেকেই সৃষ্টি করেছেন সব কিছু।

আল্লাহ আমাদের ৩টি ক্ষমতা ছাড়া সব শক্তি দিয়েছেন, ৩টি জিনিষ ছাড়া সব কিছু করার ক্ষমতা দিয়েছেন আমাদের হাতে।

এই ৩টি ক্ষমতা দেন নাই।

১) হায়াত

২) মউত

৩) রিজিক

এই ৩টির ক্ষমতা ছাড়া সব কিছুর ক্ষমতা আমাদের হাতে, ভালো আর খারাপ ২ টা রাস্তা আল্লাহ ভাগ করে দিয়েছেন।

আমাদের কর্মের উপরই ফয়সালা হবে আমাদের পরকালের ফলাফল।

ভাই নাস্তিক ও নাস্তিকের দালাল রা সময় থাকতে আল্লাহর অস্তিত্ব কে শিকার কর, কোর-আনের আইন বাস্তবায়ন কারী দের পক্ষে কথা বল।

দুনিয়ার লোভনীয় পরামর্শ কারী দের কাছ থেকে দূরে থাকো।

বিষয়: বিবিধ

১৫৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316966
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৫
হতভাগা লিখেছেন : এসব দূর্যোগে কি আস্তিকরাও নিরাপদ ?

কিছু কিছু প্রাকৃতিক দূর্যোগ আছে যা মনুষ্য সৃষ্ট

ফিরআউন কর্তৃক বনী ইসরায়েলের পুত্র সন্তান হত্যা ও কন্যা সন্তানদের জীবিত রাখাও কিন্তু আল্লাহর একটা পরীক্ষা ছিল বনী ইসরায়েলদের প্রতি । পরে আল্লাহ ফিরআউনদের সাগরে ডুবিয়ে বনী ইসরায়েলদেরকে তাদের সম্পদের ভোগকারী বানিয়ে দেন । আল্লাহ যা চান তাই তিনি করেন ।

এসব ভূমিকম্প আমার কাছে যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশী মনে হয় মনুষ্য সৃষ্ট ।

কারণ আমেরিকা বা আফ্রিকা বা ইউরোপে নিকট অতীতে বড় ধরনের ভূমিকম্প হয়েছে বলে শোনা যায় না । হলেও যে সব দেশ একেবারে গরীব এবং প্রতিবেশী বৃহত পরাশক্তির কাছে দূর্বল সে সব দেশেই হয়েছে ।

এর কারণ হিসেবে মনে করি যে , পরাশক্তি গুলোর পারমানবিক বোমার পরীক্ষাকরণ চালানো হয় ভূ-পৃষ্ঠের বহু নিচে । এমন হতে পারে যে তারা এসব করে নিজ/বন্ধু দেশে অনেক গভীর সুড়ঙ্গ খুঁড়ে প্রতিবেশী শত্রুদেশের ভূমি বরাবর কয়েক মাইল গভীরে । এর ফলে নিজেদের বোমার সফল পরীক্ষাও করা হল আর তার ও তার বন্ধুর শত্রুকেও দৌড়ের উপর রাখা গেল ।

লক্ষ্য করলে দেখা যাবে যে এশিয়াতে নিকট অতীতে যে সব ভূমিকম্প হয়েছে তার বেশীর ভাগ ইরান , পাকিস্তান ও চায়নাতে হয়েছে বা এই বেল্টে হয়েছে । এদের তিন জনই কিন্তু আমেরিকা , ভারত ও ইসরায়েলের সাথে খুব একটা ভাল সম্পর্ক রেখে চলতে পারছে না ।

২০০৫ এর ডিসেম্বরে যে সুনামি হয়েছিল শোনা যায় যে সে সময় পরাশক্তি গুলোর পারমানবিক বোমার পরীক্ষার ফলেই এরকম ঘটেছে ।

একেক দেশকে একেকভাবে সাইজ করতে আমেরিকা ও তার গংদের ছলনার অভাব হয় না ।

এসবই হয়ত আল্লাহর পরীক্ষা । একসময়ে আল্লাহই এসব দুষ্কৃতি কারীদের থেকে চরম প্রতিশোধ গ্রহন করবেন - আমিন ।

( আল্লাহ আমায় ক্ষমা করুন , আল্লাহই সর্বজ্ঞানী)
316970
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৪
ঘুমন্ত মানব লিখেছেন : হামম, আমি সংক্ষিপ্ত লেখা যেটি লিখেছি তার মধ্যে আপনার কথাটি ও যুক্ত রয়েছে ভাইজান,ধন্যবাদ।
316972
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৮
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ
316989
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
শেখের পোলা লিখেছেন : পৃথিবীতে ছোট বড় যত বিপর্যয় এমনকি যুদ্ধ বিগ্রহ ও মনুষের কর্মফল৷ বিপর্যয়ে শুধু অপরাধীই ধরা খায়না, নিরাপরাধও ধরা খায়৷ তাদের অপরাধ হল তারা অপরাধীদের আমর বিল মারুফ ও নেহী আনিল মুনকার করেনা৷এর আবার তিনটি স্তর রয়েছে,শক্তি দিয়ে প্রতিবাদ (যদি থাকে),কথাদিয়ে প্রতিবাদ আর ঘৃণা করে অপরাধ৷ ৯০%মুসলীমের দেশে শক্তি নেই(কারণ একতার অভাব)বলে ঘৃণা করেই দায় সারা হচ্ছে,এটাই নিরাপরাধদের অপরাধ৷তাই শাস্তি সকলের প্রাপ্য৷ ধন্যবাদ৷
317001
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা সেচ্ছায় ঘুমন্ত তাদের জাগান যায়না।
317038
২৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৩০
ঘুমন্ত মানব লিখেছেন : I agree with u bro #শেখের পোলা
অনেকে বলে নিরব থাকা ভালো, কথা বললে মেরে ফেলবে। ওই ধরনের লোকেরা ও অন্যায়কারী দের দলে অন্তর্ভুক্ত।
317039
২৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৩
ঘুমন্ত মানব লিখেছেন : সবুজ ভাই হ্যা সঠিক কথা ভাইজান, যারা বুঝতে চায়না তাদের বুঝানোর চেষ্টা করতে নেই।
317080
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি কি মনে করেন নাস্তিকরা বুঝেনা বলে আল্লাহর বিরোধীতা করে? তারা জেনেবুঝেই করে তাদের অহংকারের জন্য। কোরান স্পষ্টভাবে বলে দিয়েছে যারা আল্লাহ ও তার রাসূলদের গালাগালি করে ঠাট্টা বিদ্রুপ করে তাদের কপালে হেদায়েত নেই।
তারা কোরানের প্রতি বিশ্বাস স্হাপন করবেনা এবং অতীতে তাদের পূর্ববর্তীগণেরও আচরণ এরূপই ছিল।
যদি তাদের জন্য আকাশের দুয়ার উন্মুক্ত করে দেই এবং তারা সারাদিন তাতে আরোহণ করতে তাকে, তবুও তারা বলবে,আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, না, বরং আমরা জাদুগ্রস্হ হয়ে পরেছি। (সুরা হিজর, আয়াত:১৩,১৪,১৫)
হে মুহাম্মাদ! যদি আমি কাগজের উপর লিখিত কোন কিতাব তোমার প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শও করতো; তবুও কাফির ও অবিশ্বাসী লোকেরা বলত যে, এটা প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই নয়। (আনআম:৭)
এবং তোমার প্রতিপালক ক্ষমাশীল, দয়াবান। তাদের (অবিশ্বাসী) কৃতকর্মের জন্য তিনি তাদেরকে শাস্তি দিতে চাইলে তিনি তাদের জন্য শাস্তি খুব তাড়াতাড়ি পাঠাতেন, কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত, যা হতে তাদের পরিত্রাণ নেই।(কাহাফ:৫৮)
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।(সুরা আলা:১৭)
অনন্তর যেদিন আমি তাদেরকে একত্রিত করব-যাতে কোন সন্দেহ নেই, তখন তাদের কি দশা হবে? এবং প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে, তা সম্যকরূপে প্রদত্ত হবে এবং কারো প্রতি অত্যাচার করা হবেনা (সুরা আল ইমরান, আয়াত:২৫)
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৩
258225

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : আল্লার ছাগল বান্ধব সুরা কেরাত, চমৎকার হয়েছে।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩১
258226
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।(সুরা আলা, আয়াত:১৭, ৩০ পারা)
সুতরাং, তাদের সামান্য হাঁসতে দাও, অতঃপর তারা অনেক বেশি কাঁদবে, এটা হল তাদের (কৃতকর্মের) পুরস্কার যা তারা উপার্জন করতো। (সুরাহ তওবাহ, ৮২)"
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৪
258267

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ফালতু ভয় দেখিয়ে বিজ্ঞনমনস্ক যুগে আল্লা বিক্রি হবে না।
317083
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : আল্লা নাস্তিকের সাথে পারে না, গরম দেখায় নেপালের সাথে।

এই ভুমিকম্প ইহুদী রাস্ট্র ইরাইল/আম্রিকায় না দিয়ে উনি ইরান, ফাঁকিস্তান, তুরস্কের উপর দেন ক্যান??
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩২
258227
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : (এ) লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে (তারা মনে করে নিয়েছে), আমার আযাব (নিঝুম) রাতে তাদের কাছে আসবে না, যখন তারা (গভীর) ঘুমে (বিভোর হয়ে) থাকবে! অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে, আমার আযাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না- তখন তারা খেল-তামাশায় মত্ত থাকবে। কিংবা তারা কি আল্লাহ তাআলার কলা-কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলার কলা-কৌশল থেকে ক্ষতিগ্রস্থ জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিত হতে পারে না।” (সূরা আল আ’রাফ :৯৭-৯৯)
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৪
258268

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ফালতু ধোনপন ভয় দেখিয়ে বিজ্ঞনমনস্ক যুগে আল্লা বিক্রি হবে না।
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৭
258317
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মরার পর টের পাবা। পারলে বিজ্ঞান দিয়ে ঐটাই ঠেকাও। আজাইরা সারাদিন প্যা প্যা। কোন ক্রিয়েটিভিটি নেই।
১০
317159
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৯
ঘুমন্ত মানব লিখেছেন : ভাইজান, আপনি যে ব্যাখ্যা দিছেন একদম সঠিক দদিয়েছেন, আআপনি যে আয়াত সমূহ দিছেন ওই গুলান বুঝার জন্য অনুরোধ করেছি নাস্তিকবাদ দের কাছে, আমি এটা ও বলেছি আল্লাহ ৩টি জিনিষ আমাদের কে দেন নাই,হায়াত, মউত, রিজিক।

আমরা বাকি সব কিছু পাবো নিজের কর্মের উপর, ভালো কাজ করলে ভালো ফল পাবো মরার পরে,খারাপ কাজ করলে তার ও ফলাফল পাবো মরার পরে।
নাস্তিকরা আসলেই মূর্খ, যা তারা উপলব্ধি করতে পারেনা, ওরা আল্লাহর সাথে বেইমানি করতেছে নিজেও জানেনা। ওরা একবার ও ভাবেনা তাকে কেউ না কেউ সৃষ্টি করেছে।তাকে সাধিনতা দিয়েছেন। আবার থাকে একদিন নিয়েও যাবেন, তার দাদা দাদি ও দাদা দাদির পিথা মাতারা ও একদিন পৃথিবীতে ছিলেন,চলেও গেছেন,সেটা বুঝে আল্লাহর অস্তিত্ব কে সরণ করুক। #ঘুম ভাঙ্গাতে চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File