বুঝাইতে গিয়ে নিজেই অবুঝ হইয়া যাই
লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ৩১ মার্চ, ২০১৫, ১২:১৫:০০ রাত
এখন এমন এক যুগ আইছে যে যেটা বুঝে সেটাই রাইট, সিলেটি ভাষায় একটা কথা আছে,,,,
যেই লাউ সেই কদু।
আজকাল এমন অবস্থা পড়ছে কাউকে কোনো কিছু বুঝাইতে গেলে বড়ই বিপদ, যার মনে যে ধরনের বুঝ সেই রকম ভাবে বুঝাতে না পারলে আপনার পক্ষে বুঝানো অসম্ভব।
সারা দিনই বুঝাননা কেনো তার বিতরে যেটা বুঝ নিয়ে বসে আছে সেটাই সে বুঝবে, যদি আপনার বিষয় আর তার বিষয় একিই।
এর মধ্যে আহাম্মক রা হা কইরা বাতাসের সাথে তা শ্রবণ করে, আর নিজের সাথে মিলে গেলে সেইটা নিয়া গবেষণা শুরু করে ইয়ে বহত সাচ্ছা বাথ, যদি নিজের বুঝের সাথে না মিলে ইয়ে সাব ঝুট বলতা হাইন।
অবশেষে গোড়ায় ডিম কেমনে পাড়ে সেইটা বুঝাও।
মাগার জটিল একটা যুগে আছি, যে যেটা বুঝে সেটা রাইট।
সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে বড় হওয়ার স্বপ্ন সবার, পিওর কোনটি আর ভেজাল কোনটি বুঝা মুশকিল যদি একটু জ্ঞানের অভাব হয়।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেটা বুঝাতে যাচ্ছেন যেটা আপনি বুঝেন কিনা আগে দেখুন.... আপনি বুঝতে পরলে উপযুক্ত সময় দেখে বুঝালে বুঝে আসবেই!
আপনাকে শুধু চেষ্টা করে যেতে হবে....!
লেখাটি তাদের উদ্দেশ্যে, যারা সত্যকে যাচাই না করে প্রচার করে যায়।
{আব্দুর রহিম} ভাই
মন্তব্য করতে লগইন করুন