একবার ফিরে আসতো যদি সময় নামের নিষ্ঠুর টা।
লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৩ মার্চ, ২০১৫, ১১:০০:০৮ রাত
সময়টা বড়ই নিষ্ঠুর আর এতো অভিমানী, যেমনি যায় চলে আর ফিরে আসতে চায়না। আর আবেগ টা ও বেশি দুর্বল, চোখটা ও তার সমুদ্রে পানি গুলা ধরে রাখতে পারেনা সুযোগ বুঝে ছেড়ে দেয় বাধ।
হঠাত মনে পড়ে গেলো ছোটভেলার কথা গুলো,
হাফ পেন্ট পরে ঘুরতাম আর কতই না মজা করতাম। আজ অনেক বড় হয়ে গেছি হাফ পেন্ট পরলে আগের মত একটুও মানায় না।
খেলাধুলা আর ইচ্ছামত ঘুরা, কোনো স্বপ্ন পূরনের চিন্তা থাকতো না। মুক্তস্বাধীন ভাবে চলা ফেরা আর ছিলোনা কোনো পিছুটান, ভুল কিছু করলে সহজেই ক্ষমা করে দিতেন। কারো সাথে জগড়া হলে,পরের দিন ঠিকই ভুলে যেতাম আগের দিনের জগড়া জাঠের কথা। মনে হয় এইতো সেদিনের মুক্তচিন্তায় ঘুরতাম,হিংসা কি বা কাকে বলে বুঝতামই না। হাজারো মানুষের ভিড়ে আমি একজন ছিলাম হয়তো কেউ বুঝতো, হয়তবা কারো হিসেবেই ছিলাম না।
কতই না স্বাধীন ছিলাম, আজ একটু বেখেয়ালি কোনো কিছু করলেই আলোচনার মধ্যে আসতে হয়। একটা কিছু করতে হলে অনেক চিন্তাও করতে হয়, সবাই তার ব্যস্ততার মধ্যে সময় কাটে। কেউবা আবার পড়ে আছে অবহেলার কোনো এক গহীন বনে।
সময়টা সামনের দিকে যাচ্ছে ঠিক একবারও ফিরে থাকায় না।
বিষয়: বিবিধ
১৭১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন