সত্য কখনই চাপা থাকেনা

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২০ মার্চ, ২০১৫, ১১:১১:১৭ রাত

কথায় আছে সত্য কখনই চাপা থাকেনা,সত্য উন্মোচন যখন হয় তখন প্রকাশ্যেই হয়।

তার প্রমান শুধু বাংলাদেশের ১৬ কুটি মানুষ নয়, পৃথিবীতে যত দেশ আছে এবং যেই দেশ গুলা ক্রিকেট খেলার সাথে লিপ্ত রয়েছে, সেই দেশ গুলার জনগণ ও সাক্ষী হয়ে থাকলো।

আমাদের দেশের ক্ষতি কে করতে চায় আর কারা ভালো চায়।

ইন্ডিয়ার দালালী যে করবে তার গালে পচা জু...... বাড়ি দেওয়া উচিত।

প্রাচীনকাল থেকেই ওরা আমাদের দেশের শত্রুতা করে আসছে, ওরা কখনই আমাদের ভালো করেনি, যা করেছে তাদের সার্থের জন্য করেছে।

ওরা আমাদের যা দিয়েছে তার চেয়ে হাজার গুন বেশি নিয়েছে।

এই খেলা থেকে সমীকরণ খুঁজে বের করার সহজ উপায়। আমরা গর্বিত বাঙ্গালী, আমরা কাউকে নিয়ে খেলা করিনা,আমাদের নিয়ে খেলা করে সবাই।

এটা সত্য আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা সহসে অনেক বড়।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310119
২০ মার্চ ২০১৫ রাত ১১:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন :
প্রাচীনকাল থেকেই ওরা আমাদের দেশের শত্রুতা করে আসছে, ওরা কখনই আমাদের ভালো করেনি, যা করেছে তাদের সার্থের জন্য করেছে।


তবুও আমরা ওদের পায়ে মাথা ঠেকিয়ে যাচ্ছি।
310128
২০ মার্চ ২০১৫ রাত ১১:৪০
ঘুমন্ত মানব লিখেছেন : আমরা আজ লজ্জিত, নির্লজ্জ দের নেত্রিত্বের কাছে বন্দি জাতি।
310140
২১ মার্চ ২০১৫ রাত ১২:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সত্য প্রকাশ হয় ঠিক! কিন্তু সত্য আমরা মানতে রাজি আছি কিনা তাও বিবেচনার বিষয়। সত্য মানতে কষ্ট, মিথ্যার মিঠাআলাপে মানুষ ডুবে থাকে।
310170
২১ মার্চ ২০১৫ রাত ০১:৩৯
ঘুমন্ত মানব লিখেছেন : আব্দুর রহিম ভাই ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File