২০১৫ বিশ্বকাপ বাংলাদেশ vs ইন্ডিয়ার খেলাটি রহস্যময় ভাবে পার হয়ে যাবে।

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ১৯ মার্চ, ২০১৫, ০৮:৪৮:২৩ রাত

কোনো অঘটন ঘটার আগে একটা না একটা বাহানা বের হয়ে যায়, আর সেটাকেই দোষতে থাকে সবাই,তার প্রমান হলো আজকে বাংলাদেশ vs ইন্ডিয়ার খেলা।

আম্পায়ারের দুই ভুলের জন্যে বাংলাদেশের হারের সমালোচনার সৃষ্টি অন্যদিকে মোড় নিলো, ইন্ডিয়ার সাথে হারা অন্তত বেদনাদায়ক ছিলো বাংলাদেশের প্রাণপ্রিয় দর্শক দের জন্য, অনেক আশা ছিলো আমরা জিতবো, আম্পায়ারের ভুল সিদ্ধান্ত প্রথমটা ছিলো নো বল দেওয়া,২য় টি মাহমুদুল্লার আউট দেওয়াটি, আফসোসের রহস্য নিয়ে পার হয়ে যাবে ২০১৫ বিশ্বকাপ।

যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো, ইনশাআল্লাহ আগামীতে আরো ভাল খেলে সাফল্যের দিকে এগিয়ে যাবো আমরা।

বিষয়: বিবিধ

৮৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309869
১৯ মার্চ ২০১৫ রাত ১০:৩২
আবু জারীর লিখেছেন : আমাদের দল এবং সমর্থকদের জেতার যে মানুষিকতা তৈরী হয়েছে এটাই বড় প্রাপ্তি।
309899
২০ মার্চ ২০১৫ রাত ০১:০৪
ঘুমন্ত মানব লিখেছেন : আমরা হারিনাই, আমাদের জয়কে ওরা চুরির মাধ্যমে কেড়ে নিয়েছে। সাগতম জানাই আমার প্রিয় টাইগার দের।
309935
২০ মার্চ ২০১৫ রাত ০২:১৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : (((অঘটন ঘটার আগে একটা না একটা বাহানা বের হয়ে যায়, আর সেটাকেই দোষতে থাকে সবাই))))

বাংলাদেশে এমন বারবার এমনটাই হচ্ছে! যেমন ৫ই জানয়ারীর নির্বাচন!!! নিয়ম রক্ষার নির্বাচন থেকে ১০+ মানুষের মৃত্যু..... ক্ষমতায় বসে থাকার নিষ্ঠুর মানসিকতা।
309940
২০ মার্চ ২০১৫ রাত ০২:২৯
ঘুমন্ত মানব লিখেছেন : আব্দুর রহিম ভাই সত্যকে চাপা দেওয়া যায়না সেটা আপনার আমার সবার জানা।
হিটলারের সেই অমিয় বাণী টা ও নিশ্চয় জানা, ধংশ বেশি দূরে নয় জালিমের, অন্যায়কারী দের পতন কিন্তু ভয়াবহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File