ক্রিকেটারদের প্রতি শেখ হাসিনার অতি ভক্তির কারণ

লিখেছেন লিখেছেন এন্টি পয়জন ২৬ এপ্রিল, ২০১৫, ০৯:০১:২২ রাত

" ক্রিকেটারদের প্রতি শেখ হাসিনার ভক্তি বেড়ে যাওয়ার কারণ বুঝতে পারলাম। "

যার দাঁত নেই সে যেমন বোঝে দাঁতের মূল্য কত!!

ঠিক তেমনি যার জনপ্রিয়তা নেই সেও হাড়ে হাড়ে বোঝে জনপ্রিয়তার মূল্য কত!!

যেই হাসিনা সমাবেশ করলে জনপ্রতি টাকা দিয়েও পর্যাপ্ত লোকসমাগম হয়না। সেখানে সাকিব তামিমদের খেলা দেখতে নিজের পকেটের টাকা খরচ করে টিকেট কাটে তাও জায়গা হয়না!!

তাইতো সাকিব তামিমদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের প্রচেষ্টা!!

গনভবনে দাওয়াত করে খাওয়ানো!!

কোন কাজ হবেনা!! যেই হাতে ট্রফি দিলেন সেই হাতে যে এখনো আলেম ওলামার রক্ত লেগে আছে।

আপনি যখন ক্যামেরার সামনে ডাইনীর হাসি হাসেন তখন শত শত সন্তান হারা মা কেঁদে আচল ভিজান।

স্বল্পখানি সুখের ভান করে কি পাহাড়সম বেদনা মুছে দেয়া যাবে?



বিষয়: রাজনীতি

১২৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317016
২৬ এপ্রিল ২০১৫ রাত ১০:০৫
হতভাগা লিখেছেন : হাসিনা খেলার ভক্ত আগে থেকেই । রাজনীতিকে ছাপিয়ে খেলাধুলার ব্যাপারে উনি খুবই আন্তরিক । খেলোয়াড়দেরকেও দেখা যায় যে হাসিনার সাথে খুব খোলামেলা. হাসিনার আমনেই বাংলাদেশ খেলাধুলায় বিশেষ করে ক্রিকেটে খুব সাফল্য কামিয়েছে ।এটা একটা সরকারের সাফল্য তো অবশ্যই।

হাসিনা এমনিতেই জনপ্রিয় । এজন্যই তার নাম জননেত্রী শেখ হাসিনা ।
317017
২৬ এপ্রিল ২০১৫ রাত ১০:১৪
এন্টি পয়জন লিখেছেন : জনপ্রিয় হলে সুষ্ঠু নিবার্চন করতে এত ভয় কেন? খালেদার বহরে হামলা করে নির্বাচন বয়কট করাতে চাচ্ছেন কেন?
317131
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৩
খান জুলহাস লিখেছেন : সঠিক ভোট হাসিনা নিজের ভোট পাবে না।
317132
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৪
খান জুলহাস লিখেছেন : সঠিক ভোট হলে হাসিনা নিজের ভোট পাবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File