অভিজ্ঞ জল্লাদ শাহজাহানের অপারগতা প্রকাশ

লিখেছেন লিখেছেন এন্টি পয়জন ১১ এপ্রিল, ২০১৫, ১১:২০:৫৪ রাত



অসংখ্য ফাঁসি কার্যকরের অভিজ্ঞতা সম্পন্ন জল্লাদ শাহজাহান কেন আজ সাহস হারিয়ে ফেলল?

কেন সে নির্ধারিত জল্লাদ হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে অসুস্থতার অজুহাতে ফাঁসি দিতে অপারগতা প্রকাশ করে সরে দাড়াল?

আমরা জানি কাদের মোল্লার ফাঁসি প্রদানকারী জল্লাদ সেদিনের পর থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন।

যারা জামায়াত নেতাদের সান্নিধ্যে গিয়েছে, তাদের কাছ থেকে দেখার সুযোগ লাভ করেছে তাদের সারাদিন মারলেও বিশ্বাস করবে না যে এরা খুন বা ধর্ষণ করতে পারে।

একজন সত্যিকারের আসামিকে ফাঁসি দিতে সাহসের প্রয়োজন হয়না। আমিও দিতে পারব। কিন্তু বহু ফাঁসির অভিজ্ঞতা সম্পন্ন জল্লাদ শাহজাহান কেন পিছু হটল?

তাহলে কি নিরপরাধ কামারুজ্জামানের ফাঁসি দিতে তার অন্তর কেঁপেছে?

হয়তো কোন একদিন সকল কিছুই জনসম্মুখে প্রকাশিত হবে। সকল সত্য প্রকাশ পাবে আর মিথ্যা ধুয়ে মুছে যাবে।

সেদিনের অপেক্ষায় ...........

বিষয়: রাজনীতি

২৫০৭২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314323
১১ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু জল্লাদ নয় দেশের জনগণ একদিন সত্য জানবেই। সত্যের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৫
255344
এন্টি পয়জন লিখেছেন : ইনশাল্লা ...।
314325
১১ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৯
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, সত্য প্রকাশের প্রতিক্ষায় আমিও.
314328
১১ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৩
আকবার১ লিখেছেন : চোখ দিয়ে পানি এসে গেল।
314338
১২ এপ্রিল ২০১৫ রাত ১২:১৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের শক্তি একদিন উদিত হবেই। সবাই তখন প্রকৃত ঘটনা জানতে পারবে ইনশাআল্লাহ। । লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৫
255345
এন্টি পয়জন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাক ...
314339
১২ এপ্রিল ২০১৫ রাত ১২:১৯
এন্টি পয়জন লিখেছেন : আপনাদের ধন্যবাদ!!
314342
১২ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৫
আশাবাদী যুবক লিখেছেন : শাহজাহানকে আমি চিনি ৷
আঃ কাদের মোল্লা ভাইকে তিনি ফাঁসি দিয়েছিলেন, তখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীন ৷
শাহজাহানকে বলতে শুনেছি মোল্লা ভাই ফাঁসির আগ মুহুর্ত পর্যন্ত হাসি খুশি ছিলেন ৷
শাহজাহানকে সেদিন ফাঁসি কার্যকর করার আগে মদ ও বিরিয়ানী দেয়া হয়েছিল কিন্তু তিনি তা খাননি ৷ এটার তার জীবনে ফাঁসি কার্যকর করার আগে মদ না খাওয়ার প্রথম ঘটনা ৷ সেদিনের পর থেকে শাহজাহান পাঁচ ওয়াক্ত নামাজী হয়ে যায় ৷
314349
১২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
এন্টি পয়জন লিখেছেন : আলহামদুলিল্লাহ!! আপনার মত প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনে আরো শিওর হলাম। ধন্যবাদ দ্বীনের মুজাহিদ ভাই। আল্লাহ আপনাদের সকলের ত্যাগ কবুল করুক।
314352
১২ এপ্রিল ২০১৫ রাত ০১:৩২
এ,এস,ওসমান লিখেছেন : শুধু সত্য জানার অপেক্ষায় বসে থাকলে হবে না। সত্যকে হাজার মিথ্যার মাঝ হতে বের করে আসতে সাহায্য করতে হবে।
১২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৯
255354
এন্টি পয়জন লিখেছেন : আপনাদের দোয়া চাই। ওসমান ভাই
314368
১২ এপ্রিল ২০১৫ রাত ০২:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
যা চোখ দিয়ে সামনে দেখি আমরা
তা কিন্তু পুরো ঘটনা নয়......
সামনে কিছু মানুষ হারলেও
পেছনে তাদের জয়!!

জীবন যুদ্ধে রক্ত নয়
দাম শুধু নিঃশ্বাসের....
মরে গেলে দেহ নয়
কথা রয়ে যায় বীরের...।

বেদনার ক্রন্দন নয়
রক্তের অমিয় শিশির,
একদিন আসবে হেসে হেসে
ভরবে জান্নাতের তীর।

এর চেয়ে বেশী কিছু
কি আর বলো দরকার?
দুনিয়ার প্রভাব ক্ষণস্থায়ী
চাহি আখেরাতে ন্যায় বিচার।

বিচারের বাণী কাঁদে নীরবে
কিছু পশুত্বের আত্ম চিৎকার!
মহান রবের নিকটে আমাদের
চাওয়া আমাদের আলো আঁধার।
১০
314396
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৪
কাহাফ লিখেছেন :
আল্লাহ মজলুমদের স হায় হোন এবং শালিমশাহীর ধ্বংশ তরান্বিত করুন!আমিন!!
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৭
255346
এন্টি পয়জন লিখেছেন : আমীন.....।
১১
314397
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৪
এন্টি পয়জন লিখেছেন : ওসমান ভাই দোয়া করবেন যেন গুরু দায়িত্ব পালন করতে পারি।
১২
314410
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! যুগে যুগেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে রক্ত বিলাতে হয়েছে, আমরা তো সেই উত্তরসূরী! ভয় নেই, এই রক্তের বিনিময়ে, এই কোরবানির বিনিময়ে জান্নাতের ওয়াদা আছে.....আল্লাহ কবুল করুন এই রক্ত এই কোরবানি! আর আল্লাহর ওয়াদা মত জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন! আমিন ছুম্মা আমিন!
১৩
314411
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৮
নূর আল আমিন লিখেছেন : ইনশা আল্লাহ
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৯
255341
এন্টি পয়জন লিখেছেন : ইনশাল্লাহ! !
১৪
314419
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৫
নাছির আলী লিখেছেন : আল্লাহ শহীদি মর্যাদা দান করুন।
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪০
255342
এন্টি পয়জন লিখেছেন : আমীন ...
১৫
314463
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৮
আহমেদ ফিরোজ লিখেছেন : সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। যাদের সংস্পর্শে এসে মুসলমানিত্ব শিখেছে, তাদেরকেই কিভাবে অন্যায় ফাঁসি কার্যকর করবে?
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০২
255401
এন্টি পয়জন লিখেছেন : দেনার বোঝা বড্ড ভারি করে দিচ্ছে ওরা !
১৬
314470
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ধন্যবাদ
১৭
315557
১৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৩
সত্য নির্বাক কেন লিখেছেন : ইনশে আললাহ
হ্যা আপনি তো জনাব কামারুজ্জামান সাহেবকে খুবই ভালবাসেন তাই না ??
তবে আপনার সামর্থের আলোকে একজন ফকির বা মিসকিনকে অন্তত একবেলা মধ্যম মানের খাওয়ার ব্যাবস্থা করলে কেমন হয়??
আর হ্যা উনার প্রীয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী উনার এলাকা শেরপুরের সব এতিম খানায় একবেলা খাবারের আয়োজন করে যাচ্ছেন ইনশে আল্লাহ্‌। আসুন আমরা ও আমাদের প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসি।
আরো চমৎকার এক উদ্যোগ নিয়েছে এই প্রানপ্রীয় সংগঠন , তা কি জানেন??
শেরপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে ,যাদের একমাত্র পরিচয় গরীব মানুষ তাদের জন্য ৫-৭ দিনের বাজার করে দেওয়ার ব্যাবস্থা। কমপক্ষে ১০০০ পরিবারকে।
তবে আসুন না আমরা ও আমাদের প্রতিবেশী গরীব দুঃখী পরিবার গুলোর পাশে দাঁড়ায় আল্লাহর সন্তোষের উদ্দ্যেশ্যে তবেই না শহীদ কামারুজ্জামানের আদর্শের প্রতিফলন আমরা করতে পারব ইনশে আল্লাহ্‌। মহান রব আমাদের সহায় হোন।

সেই সংগ্রামী মানুষের সারিতে;
আমাকেও রাখিও রহমান;
যারা কুরআনের আহবানে নির্ভীক;
নির্ভয়ে সব করে দান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File