কামারুজ্জামানের ফাঁসি ও "ভি " চিহ্ন

লিখেছেন লিখেছেন এন্টি পয়জন ১০ এপ্রিল, ২০১৫, ১০:৫৩:৩৫ রাত

" তারা প্রথমে ভাবল এদের শীর্ষ নেতাদের বন্দী করলেই সব ঝামেলা চুকে যাবে। তারপর একে একে সকল শীর্ষ নেতাদের কারাগারে বন্দী করল।

কিন্তু যেই সেই!! তারা অবাক হল। সংগঠন চালাচ্ছে কে?

অতঃপর দ্বিতীয় সারির সকল নেতাকে বন্দী করা হল। ভেবেছিল এবার নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু তারা আরো অবাক হল। পূর্বের স্বাভাবিক গতিতেই চলছে।

তারপর তারা ভাবল এদের শীর্ষ নেতাদের হত্যা করে ফেললেই বুঝি আন্দোলন স্তব্ধ হয়ে যাবে।

কাদের মোল্লার ফাঁসি দিল। কিন্তু কি আশ্চর্য!! তারা বিজয় সূচক V চিহ্ন দেখাল।

তারপর এখন কামারুজ্জামানকে ফাঁসিতে ঝোলানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

হয়ত কালকের পত্রিকার হেডলাইন হবে কামরুজ্জামানের ফাঁসি কার্যকর।

এবারও তারা ভি চিহ্ন দেখিয়েছে এবং দেখাবে।

কি আশ্চর্য!! তারা হত্যার মাধ্যমে পরাজিত করার চেষ্টা করছে আর তারা বারবার বিজয়ের চিহ্ন দেখাচ্ছে।

ব্যাপারটা তাদেরকে পুরোই হতাশ করে দেয়।

এভাবে একে একে যদি কয়েকশো শীর্ষ নেতাকেও ফাঁসি দেয়া হয় তবুও এ সংগঠন স্বমহিমায় এগিয়ে যাবে।

তারা যদি দূরদর্শী ও প্রজ্ঞাবান হত তবে এ পদ্ধতিতে ধ্বংস করার চেষ্টা করত না।

এই ফাঁসি আওয়ামী লীগের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বয়ে আনবে। "

তারা জানেনা যে, " মূমীনের কোন পরাজয় নেই "

নির্ভীক চিত্তে মৃত্যুকে আলিঙ্গন করার ক্ষমতা শুধু মুমীনদেরই থাকে। এই "ভি " চিহ্নের রহস্য উদঘাটন করতে গিয়ে জামায়াত নিয়ে নতুন করে ভাবার প্রয়াস পাচ্ছে জনগণ।



বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314161
১১ এপ্রিল ২০১৫ রাত ১২:১৩
রায়ান মাসরুর লিখেছেন : সত্যকে হায় হত্যা করে অত্যাচারীরা খাড়ায়
নেই কিরে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাড়ায়
314162
১১ এপ্রিল ২০১৫ রাত ১২:২১
এন্টি পয়জন লিখেছেন : ধন্যবাদ
314165
১১ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৭
আহমেদ ফিরোজ লিখেছেন : সুন্দর লিখছেন। এই ভি চিহ্ন দেখলে শাবাগীদের পিত্ত জ্বলে....।
314180
১১ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তারা জানেনা যে, " মূমীনের কোন পরাজয় নেই "
Good Luck Rose Rose
314187
১১ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৩
শেখের পোলা লিখেছেন : প্রাণের মালিক আল্লাহ৷ রাষ্টপতির কি অধিকার আছে তাতে? নমরুদ বলেছিল, আমিই বাঁচাই আর আমিই মারি৷ কয়েদ থেকে দুই আসামী এনে একজনকে হত্যা করে আর অন্য জনকে মুক্তি দিয়ে উদাহরণ দিয়েছিল৷ সেই প্রাণের মালিক মশার হাত থেকে নিজেকেই বাঁচাতে পারেনি৷
314216
১১ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৬
এন্টি পয়জন লিখেছেন : ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File