তৃপ্তির ক্লান্তি

লিখেছেন লিখেছেন বাইনারি ওয়ান ০৬ মার্চ, ২০১৫, ১২:০৮:১০ রাত

এ পথের দীর্ঘ ক্লান্তি

সাগরের নীলাভ সৌন্দর্যে ভেসে,

উড়ে যাওয়া পাখির ডানায় চড়ে

ক্লান্ত হয়ে যায়।

ক্লান্তিও ক্লান্ত হয়, অসীমও সীমানা খোঁজে

ব্যর্থ হয়।

এ ব্যর্থতা নিশ্চিত, তাকে ব্যর্থ হতেই হবে।

অতপর দীর্ঘ ভ্রমন শেষে, ক্লান্ত দুচোখ

সবুজের সমারহে, আকাশের নীলিমায়,

সমুদ্রের গভীরে সাজিয়ে রাখা সম্পদে,

আরো কতশত সৃষ্টিতে, দৃষ্টিতে আনে তৃপ্তি,

ইহা তৃপ্তির ক্লান্তি, এ চোখ আরো ক্লান্ত হতে চায়।

বিষয়: সাহিত্য

৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File