বঙ্গবন্ধুর জম্মদিন

লিখেছেন লিখেছেন শান্তির দূত ১৭ মার্চ, ২০১৫, ০৯:৩৯:৪৮ রাত

"বঙ্গবন্ধুর জম্মদিন"

জম্ম -১৭ই মার্চ,১৯২০সাল।

পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রজীবন থেকে মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত আওয়ামী লীগে সক্রিয় অংশগ্রহন এবং নেতৃত্ব দান করেন। তার যাদুকরী বক্তব্যের কারেন অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে তার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন চালিয়ে নেতাকর্মীরা উৎসাহিত হন।

তবে একে খন্দকার তার বইতে লিখেছেন সেদিনের ভাষনে "জয় পাকিস্থান " বলে স্বাধীনতার পরিবর্তে পাকিস্তানের আনুগত্য প্রকাশ করেছিলেন বঙ্গবন্ধু।

২৫ শে মার্চের আগ পর্যন্ত স্বাধীনতার পক্ষে কোন বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। এমনকি ২৫ শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে স্বাধীনতার পক্ষে একটি অডিও বার্তা রেকর্ড করার অনুরোধ করলে শেখ মুজিবুর রহমান বলেছিলেন,"আমি যদি তা করি, পাকিস্থানীরা আমাকে দেশদ্রোহী বলবে"

জনপ্রিয় নেতার নিবর গ্রেফতাের জাতী অন্ধকারে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। অবশেষে স্বাধীনতার ঘোষনা হল। ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল। ৭২ সালের ১০ই জানুয়ারী কারাগার হতে মুক্ত হয়ে দেশে ফিরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহন করেন বঙ্গবন্ধু।

প্রথম রাষ্ট্রপতি-৭১ সালের ১১এপ্রিল থেকে ১২জানুয়ারী ৭২ সাল পর্যন্ত (কারাবাস)

দ্বিতীয় প্রধানমন্ত্রী-১২জানুয়ারী ৭২ হতে ২৪ জানুয়ারী ৭৫।

চতুর্থ রাষ্ট্রপতি-২৫ জানুয়ারী ৭৫ হতে আজীবন পর্যন্ত ঘোষনা( ১৫ আগষ্ট পর্যন্ত)।

হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্টের ভিত্তিতে ভারত ও পাকিস্থান ভাগ হয়েছিল।শেখ মুজিবুর রহমান সমাজতন্ত্র ও ধর্মনিপেক্ষ মতবাদ চাপিয়ে দিয়ে দুর্নীতি,দুশাসন, দুর্ভিক্ষ,দুরাচার,হত্যা,গুম,খুন,সন্ত্রাস,লুটপাটসহ অরাজক পরিস্থিতির সৃষ্টি করল। যারা তাকে জীবন দিয়ে ভালবাসতো তারাই গনতন্ত্র, দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে নির্মমভাবে তাকে স্বপরিবারে হত্যা করল।

স্বার্থবাদী মহল সবসময় স্বাধীনতা নিয়ে রাজনীতি করেছে। স্বাধীনতা নিয়ে চলছে টানাটানি, কাদা ছুড়াছুড়ি। আজ স্বাধীন দেশে হানাদার বাহিনীর মত শত শত মানুষকে গুলি করে, পেট্রোল বোমা মেরে হত্যা করা হচ্ছে।শত শত বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে।হাজার হাজার মানুষ নির্ঘুম রাত যাপন করছে। সত্যিকার স্বাধীনতার স্বাদ বাংলার মানুষ এখনো পায়নি। স্বাধীনতা কোন ব্যাক্তি,পরিবার ও দলের নয়। এটি ১৬ কোটি মানুষের। আমরা নতুন প্রজর্ম্ম স্বাধীনতার এই হলিখেলা আর দেখতে চায় না। স্বাধীনতা ঐক্যের বিভক্তির নয়।

সর্বষেশ মরহুম শেখ মুজিবুর রহমানের জন্যে দোয়া করি আল্লাহ যেন তার ভাল কাজের প্রতিদান দান করেন।

বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309554
১৭ মার্চ ২০১৫ রাত ১০:৫৫
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : "বঙ্গবন্ধুর জন্মদিনে রাজনীতি নয়, আসুন সত্য ইতিহাস জানি"
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। তিনি ছিলেন জনপ্রিয় একজন নেতা।তাঁর জনপ্রিয়তার কারণে ১৯৭০ সালের নির্বাচনে যেই দলটি সর্বাধিক ভোট পেয়ে "ইউনাইটেড পাকিস্তানের" নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল, ২০১৪ সালে সেই দলটিই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে , রাজনৈতিক দেউলিয়ায়, অগণতান্ত্রিকভাবে গায়ের জোড়ে ক্ষমতায়।
কোথায় ১৯৭০ এর নির্বাচন!
পূর্ব পাকিস্থানের ১৬৯ টি আসনের ১৬৭ টিই পায় আওয়ামিলীগ।
আর কোথায় ৫ জানুয়ারি ২০১৪!!
১৫৪ আসনে কোন নির্বাচনই হয়নি। বাকীগুলোতে ভোট পড়েছে মাত্র ৫-১০%
এ কোন চেহারা বঙ্গবন্ধুর সেই জনপ্রিয় দলের?
কেন আজ এত ভয় জনগণকে?
যেখানে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধেই ছিল স্বাধীনতার হুঙ্কার,
যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতই ছিল স্বাধীনতা-সংগ্রামের ভিত্তি;
সেখানে, ৪৪ বছরে কী পেল বাংলাদেশ?
আমরা কী এগিয়েছি নাকি আরো পিছিয়েছি?
কোথায় থাকতে পারতাম আমরা, আর আছি কোথায়???
এ কোন বাংলাদেশ?
এ কেমন মুক্তি?
নোটঃ ৭ জানুয়ারি-১৭ জানুয়ারি, ১৯৭০ পাকিস্থানের সংবিধান রচনার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্থানের ১৬৯ টি আসনের ১৬৭ টিই পায় আওয়ামিলীগ।
উৎসঃ স্বাধীনতার ঘোষণা পত্র, মুজিব নগর সরকারঃ http://www.bpedia.org/P_0289.php

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File