"শান্তির ঘরেও শান্তি নেই"

লিখেছেন লিখেছেন শান্তির দূত ১৪ মার্চ, ২০১৫, ০৮:৫২:১৭ রাত

'শান্তির ঘরেও শান্তি নাই"

জনগনের শান্তি,শৃঙ্খলা,স্থিতি,নিরাপত্তার জন্য জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে আইন পাশ করে। সেই সংসদে যদি নিরাপত্তা না থাকে তাহলে মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে। শান্তি ও নিরাপত্তার জন্যে মহাবিশ্ব শান্তিতে পরিচালনা কারী স্রস্টার আইন সর্বত্র চালু করতে হবে।

★উল্লেখ্য গতকাল(১৩/৩/১৫ তারিখে) কেরালা বিধান সভা রনক্ষেত্রে পরিনত হয়।

দুর্নীতির দায়ে অভিযুক্ত অর্থমন্ত্রী কে এম মনিকে বাজেট পেশ করতে বাধা দিলে সরকার ও বিরুধীদল এর মধ্যে সংঘর্ষে বিরুধী দলের ৯জন আহত হয়।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308978
১৪ মার্চ ২০১৫ রাত ১১:৫৩
আবু জারীর লিখেছেন : স্পিকার শাহেদ আলীরকে যে ভাবে বাকশালীরা পিটিয়ে মেরেছিল সেভাবে ওখানে যে কিছু ঘটেনি সেটাই রক্ষে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File