"ধর্মনিরপেক্ষতাবাদের মূলকথা"
লিখেছেন লিখেছেন শান্তির দূত ১০ মার্চ, ২০১৫, ১০:০৩:২৩ রাত
"ধর্মনিরপেক্ষতাবাদের মূলকথা"
মুহাম্মাদ মহিউদ্দিন
১)রাষ্ট্র ও রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না।রাজনীতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন রাখতে হবে।পার্থিব জীবন পরিচালনার সকল ক্ষেত্রে ধর্মের সম্পৃক্ততা অস্বীকার করা হয়।
২)ধর্ম থাকবে একান্ত ব্যাক্তিগত জীবনে।এটি ব্যাক্তির নিজস্ব ব্যাপার।ধর্মীয় কর্মকান্ডকে ব্যাক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ করতে হবে।
৩) রাষ্ট্রের নীতি নির্ধারন ও পরিচালনায় কোনভাবেই ধর্মকে বিবেচনা করা যাবে না। এ মতবাদ পরকালকে স্বীকার করে না।
৪) মানবসমাজের উন্নতির চাবিকাঠি হল বস্তুগত উপায় উপকরন। এক্ষেত্রে স্রষ্টার কোন ভূমিকা বা সাহায্যের প্রয়োজন নেই।
৫) মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন। ইসলামকে ব্যাক্তির একান্ত জীবনে সীমাবদ্ধ রেখে সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা।
৬) ইসলাম থেকে রাষ্ট্র ও রাজনীতিকে সম্পূর্ন পৃথক করা।
৭)রাজনীতি,অর্থনীতি,সমাজসংশ্লিষ্ট সবকিছুকে ধর্মহীন করা। ইসলামের মূল আদর্শ,চেতনা ও প্রেরনা হতে দুরে রাখা।
৮)রাষ্ট্রীয়ভাবে ধর্ম হীনতা।এর কোন আদর্শ নেই। নেই কোন ভিত্তি।
★) ইসলামী ব্যাক্তিত্বদের মতে,এটি একটি কুফরি মতাদর্শ।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন