নিষিদ্ধ করা হউক

লিখেছেন লিখেছেন শান্তির দূত ০৮ মার্চ, ২০১৫, ০৭:৪৩:৩৫ সন্ধ্যা

"নিষিদ্ধ করা হউক"

মুহাম্মাদ মহিউদ্দিন

চলমান আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করার কারনে ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে তালিকাভুক্ত করে সরাস্ট্র মন্ত্রনালয়ে জমা দিয়েছে গয়েন্দা সংস্থা। বাংলাদেশের মানুষ জানে ছাত্রশিবির সুশৃঙ্খল,মেধাবী ও চরিত্রবানদের সংগঠন। প্রসাশন নিরপেক্ষ ভূমিকা রাখলে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ৯০% ছাত্র ছাত্রশিবিরের পতাকায় আশ্রয় নিবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিবিরকে দ্বায়িত্ব দিয়ে সরকার নিশ্চিন্ত থাকতে পারে। শিবিরকে জঙ্গি,বোমাবাজ সাজিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে সাধারন ছাত্রসমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা। শিবির দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে নিয়মতান্ত্রিক ও গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহন করেছে মাত্র।

ছাত্রলীগকে প্রেট্রোল বোমা ও অস্রসহ গ্রেফতার করে নাটক সাজানোর কথা না। বিরুধীদলের চলমান আন্দোলনে ছাত্রলীগের কাছে বোমা ও অস্র পাওয়ার ব্যাখ্যা সবারই জানা। নিম্মে বোমা ও অস্রসহ গ্রেফতারের কিছু খবর দেয়া হল।

১/২/১৫=মাগুরায় বাস টার্মিনালে তিনজন ছাত্রলীগ কর্মী আগুন দেয়ার চেষ্টাকালে আটক।

২/২/১৫=চট্টগ্রামে টাইগারপাস থেকে নাশতার আশঙ্কায় অস্রসহ যুব ও ছাত্রলীগের ছয়জনকে গ্রেফতার করে বিজিবি।

৪/২/১৫=চট্টগ্রামে নাশকতার সময় যুবলীগ ক্যাডার মুন্না গ্রেফতার।

৪/২/১৫=রাত ১১টায়,কুমিল্লায় প্রেট্রোল বোমাসহ দুইজন ছাত্রলীগ গ্রেফতার।

৫/২/১৫=নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার।

৫/২/১৫= রাবি ছাত্রলীগের facebook এ,বোমা হামলার কাথা স্বীকার।

১০/২/১৫=বগুরা সদর আওয়ামী লীগের নেতা সোহাগ গ্রেফতার।

১০/২/১৫=চট্টগ্রামে আওয়ামীলীগ অফিসে থেকে প্রেট্রোল বোমা উদ্ধার।

১৫/২/১৫=দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতাকারী উজ্জল ও যুবাইর গ্রেফতার।

১৭/২/১৫=চুয়াডাঙ্গায় নাশকতাকারী যুবলীগ নেতা নাজমুল গ্রেফতার।

২১/২/১৫=কেরানীগঞ্জেরর চৌরাস্তা হতে প্রেট্রোল বোমা সহ ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন গ্রেফতার।

২৩/২/১৫=রাজশাহী মহানগরীর বহিস্ককৃত সহসভাপতি আব্বাস আলীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করে বিজিবি।

২৮/২/১৫≠ টাঙ্গাইলের এম পি রানার ভাতিজা রেজউয়ান বিপুল পরিমান অস্রসহ গ্রেফতার।

১/৩/১৫=গাজিপুরের হোতাপাড়া থেকে যুবলীগ নেতা জালাল অস্রসহ গ্রেফতার।

৩/৩/১৫=মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলার ইউ পি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফয়াজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫৮৪ টি ভারতীয় বোমা উদ্ধার করে বাজিবি।

১৬/৩/১৩=জাবি সাংগঠনিক সম্পাদক, মুরশিদুর রহমানকে 9mm পিস্টল ও ছয় রাউন্ড বুলেটসহ গ্রেফতার করে পুলিশ।

১০/৩/১৩=জাবি ডিবেট সম্পাদক মাজেদুল ইসলাম সীামান্তকে বিপুল

পরিমান অস্রসহ গ্রেফতার করে পুলিশ।

৫/২/১৪=বিপুল পরিমান অস্রসহ ঢাকা বাংলা কলেজের ১০জনকে গ্রেফতার করে পুলিশ।

২১/১১/১৪=বিপুল পরিমান অস্রসহ সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় হতে ছাত্রলীগের ১৭জনকে গ্রেফতার করে পুলিশ।

১৫/১২/১৪= চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বিপুল পরিমান অস্রসহ ছাত্রলীগের ৫জনকে আটক করে পুলিশ।

★তাছাড়া ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সাকীল,এমদাদুল হক বিশ্বজিতকে শিবির মনে করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

ছাত্রলীগ সকল প্রতিষ্টানে প্রভাব বিস্তার করছে।বিরুধী মতকে দমন করছে।নিজেরা নিজেদেরকে হত্যা করছে।শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।চাদাবাজী,টেন্ডারবাজী করছে। বোমা মারছে এবং বাড়ি ঘর লুট করছে।অধিকাংশ অপরাধের সাথে ছাত্রলীগ জড়িত। সুতরাং দেশ ও জাতীর কল্যানে তাদের নিষিদ্ধ করুন এবং তালিকা করে গ্রেফতার করুন।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307891
০৮ মার্চ ২০১৫ রাত ০৮:০৩
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File