"খেলা খেলা খেলা"
লিখেছেন লিখেছেন শান্তির দূত ০৫ মার্চ, ২০১৫, ১১:০৮:১৩ রাত
"খেলা খেলা খেলা"
মুহাম্মাদ মহিউদ্দিন
আজ বিশ্বকাপ খেলায় স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের বিজয়ে মানুষের মলিন চেহারায় কিছুটা হাসির ঝিলিক দেখা যাচ্ছে। এজন্য মাশরাফীদের আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক হলেও গুটি কয়েক রাজনৈতিক দলের রাজনীতির খেলায় মানুষ আষ্টে পিষ্টে শেষ হয়ে যাচ্ছে।
খেলা শব্দটি মাঠের পাশাপাশি মানব জীবনের মুটামুটি সর্বত্র ব্যাবহৃত হয়।
খেলা শব্দটি কৌশল,ধোকা,প্রতারনা,ষড়যন্ত্র,যুদ্ধ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।
ব্যাক্তি ও পারিবারিক জীবনে খেলা শব্দটি স্বাভাবিক অর্থেই ব্যাবহৃত হয়। কিন্তু সমাজ, রাজনীতি ও রাষ্ট্রিয় জীবনে "ব্লেইম গেইম" খেলা খুব ভাল শুনা ও দেখা যায়। আজ নয়াদিগন্ত পত্রিকায় মাসুদ মজুমদারের " মৃত্যু নিয়ে এ কেমন খেলা" লেখা প্রকাশিত হয়েছে।
খেলায় নিয়ম শৃঙ্খলা মানা হয়।হলুদ কার্ড, লাল কার্ড ও জরিমানা আদায় করা হয় বলে হার জিতের সিদ্ধান্তও মেনে নেয়া হয়।কিন্তু রাজনীতিতে যারা সংবিধান রচনা করে তারাই আবার স্বার্থান্ধ হয়ে ভঙ্গ করে এবং প্রতিপক্ষকে ঘায়েল বা ধবংসের চেষ্টা করে। খেলায় যেমন টানটান উত্তজনা বিরাজ করে বর্তমানে দেশের রাজনীতিতে ও উত্তেজনা বিরাজ করতেছে। বিজয় পয়েন্ট কখনো সরকারের দিকে আবার কখনো বিরুধীদলের দিকে। মাঝপথে নিশ্চিত ফলাফল পাওয়া যায় না। সে জন্যে শেষ মুহুর্ত পর্যন্ত পুরোধমে খেলতে হবে,অপেক্ষা করতে হবে,দেখতে হবে। সর্বশেষ অবস্থা বিশ্লেষন করলে, দুর্নীতি,দুশাসন,ভিত্তিহীন,অবৈধ সরকার বোল্ট আউট হবে আর খালেদার হাতেই যেতে পারে ট্রপি।
"বিচার মানি তালগাছ আমার" এই মনোভাব নিয়ে সরকারিদল মাঠে নামার কারনে চীন,ভারত, ইউরোপিয় ইউনিয়ন এমনকি জাতিসঙ্গও বারবার বাশি বাজিয়ে তাদের থামােত/নামাতে পারছে না।
জাতিসঙ্গেরর পাঁচ শক্তিশালী রাষ্টের মধ্যে চীন এবং উদিয়মান পরাশক্তি ভারত বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রনে নেয়ার খেলায় ব্যাস্ত রয়েছে।
বিশ্বব্যাবস্থাও আজ আধিপত্য বিস্তারের খেলায় ব্যাস্ত। ইসরাইল আলাদা রাষ্ট্র গঠন করে সীমানা বৃদ্ধির আকাঙ্খায় অপেক্ষা করছে। তারা সিরিয়া,লেবানন,ইরাক,মদীনা,তুরস্কের ইসকান্দরিন পর্যন্ত নিজেদের সীমানা বিস্তারে পরিকল্পনা নিয়ে নতুন খেলার সুযোগের অপেক্ষায় আছে।ইরানে সামরিক ও পারমানবিক অগ্রযাত্রায় ইসরাইল বেশি মাতামাতি করছে। বালকানে প্রভাব বিস্তার নিয়েই ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল।
সুতরাং, ব্যাক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট,রাজনীতি,অর্থনীতি,সংস্কৃতি ও বিশ্বব্যাবস্থায় সবাই যেন নিজেদের স্বার্থ ও মতবাদ প্রতিষ্ঠার খেলায় মহাব্যাস্ত।সর্বত্রই যেন তাগুতি শক্তির বিজয়ের উল্লাস। এমন্তাবস্থায় ও,আই,সি এবং আরব লীগের মত মাঠের বাহিরে না থেকে সকল মুমিনকে সাথে নিয়ে খেলায় অংশ গ্রহন করে বিজয়ের পতাকা উড়াতে হবে এবং মানবতার কল্যানে শান্তিময় বিশ্বব্যাবস্থা গড়ে তুলতে হবে।
বিষয়: বিবিধ
৯১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন