তোমার জয় বাংলা কি??

লিখেছেন লিখেছেন শাহরিয়ার মোস্তাক ইমন ০১ এপ্রিল, ২০১৫, ১০:২৯:০২ রাত

এই তো হটাত কয়দিন আগে চুল গুলো একদম ছোট করে কাটিয়ে নিয়েছিলাম।

যেই দেখে সেই জিজ্ঞেস করে, কিরে চুল দেখি একদম ছোট করে ফেলছিস !

হুম । আজকেও খালামনি দেখে জিজ্ঞেস করল আর তখনই মনে পরল নাপিতের

কথা। চুল কাটাতে লাগে ৪০ টাকা। আমার কাছে ৪০ টাকা খুচরা থাকলেও তাকে

একটা ৫০ টাকার নোট দিলাম। সে ৫০ টাকা রেখেই হাসি মুখে কইল মামা ৫০

টাকাই রাখলাম। আচ্ছা রাখেন। ১০ টাকায় মানুষের মুখে হাসি ফোটানো

যায়! ঢাকায়

বাসের মধ্যেও ছাত্র হিসেবে অর্ধেক ভারা হওয়ায় ১০ টাকা ভারা নেয়ার জন্য ২০

টাকার নোট বের করে দেই, মামা ৫ টাকা ফেরত দেয়,আর সাথে হাসি মুখে

কয় মামা

হরতালের বাজার। ঠিক আছে রাখো। হা হা হা। রিকসা তে ১৫ টাকা ভারা ঠিক

করার পর নামার সময় ২০ টাকার নোট দিলে ২ টাকা ফেরত দিয়া কয়

মামা রাখেন।

smile emoticon । কি কইতাম? ওই যে হাসি মুখ। আর সাথে আমার

বন্ধুরা থাকলে কয় তুই গাধা। grin emoticon . আসলে দেখেন আপনারা অনেকেই বিড়ি

ছিগারেট খেয়ে ,মোটর সাইকেল নিয়ে একই জায়গায় রাউন্ড দিয়ে কত অকাজে

টাকা খরজ করেন তার। আমার অনেক বন্ধু আছে যারা তাদের গার্ল ফ্রেন্ড

কে ১০০০ ২০০০ টাকা দিয়ে উপহার দেয় কিন্তু বাসায় ফেরার অটো ভারাটা

আর তাদের কাছে থাকে না। এই ঢাকা শহরে কতো লোক দেখলাম যারা

হোটেলের

ওয়েটার কে ২০০০ ৩০০০ টাকা বকসিস দিয়ে বাহিরে যেয়ে রিকসাওয়ালার

সাথে ভারা নিয়ে ঝগড়া করে,৫টাকা বেশি চাইলে থাপ্পর মারতে চায়।

কি বলেন এমন লোক আছে কিনা? আসলে হোটেলে দিলে তো তথাকথিত

সম্মান পাওয়া যায় আর রিকসা ওয়ালাকে দিলে তো সম্মান পাওয়া যাবে না, এই

আরকি। যাই হোক বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা) বলেছেন,

''যে তোমরা

ছোট ছোট পাপ থেকে বিরত থাক,কারন ছোট ছোট পাপই মানুষকে বড়

পাপের দিকে ধাবিত করে'' ।

আসলে সব কিছুর শুরু কিন্তু ছোট থেকেই

হয় । তাই আমার লক্ষ্য হল মানুষকে ছোট ছোট উপকার করার মাধ্যমে

বড় উপকার করার মানসিকতা তৈরি করা। তাই আমার জয় বাংলা হল

মানুষকে ছোট ছোট উপকার করার মাধ্যমে

বড় উপকার করার মানসিকতা তৈরি করা। তোমার জয় বাংলা কি??

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312293
০১ এপ্রিল ২০১৫ রাত ১১:১৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মামা।
মামা বলাতে অবাক হওয়ার কিছু নাই, সবাই যখন আপনাকে স্মেইল সহ মামা ডাকে আমি ডাকলে ক্ষতি কি?
মানুষকে ছোট ছোট উপকার করার মাধ্যমে বড় উপকার করার মানসিকতা তৈরি করা

জ্বি মামা আপনার সাথে সহমত। সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন। জাযাকাল্লাহ খাইর।
312294
০১ এপ্রিল ২০১৫ রাত ১১:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : উপকার ছোট হোক কিংবা বড়, উপকার করার মন মানুসিকতা এবং তার উপর অটল থাকাই মানব জন্মের অনেক বড় স্বার্থকতা।
312335
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:২৮
আশাবাদী যুবক লিখেছেন : যাজাকাল্লাহ ৷ সত্য বলেছেন
312599
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মানুষের উপকারে সব মানুষের মন বাসেনা! উপকার করতে পেরে খুশী করতে পারা অনেক বড় বিষয়।

ধন্যবাদ উপকার বিষয়ক পোস্টটির জন্য।
312958
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:১৯
শাহরিয়ার মোস্তাক ইমন লিখেছেন : ধন্যবাদ
312959
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:২০
শাহরিয়ার মোস্তাক ইমন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File