গল্প স্বল্প

লিখেছেন লিখেছেন শাহরিয়ার মোস্তাক ইমন ০৫ মার্চ, ২০১৫, ১০:৫৪:৫০ সকাল

.......শূন্য........

১.

-হেলো

-ইমন কি করতেছিস?

-কি আবার? তোর সাথে কথা বলতিছি।

- বেটা ফাজলামি পরে কর। কোনো জরুরি কাজে আছিস?

- নাহ।ফেসবুক চালাই।

- বেটা জলদি মেডিকেল এ আয়। মোস্তাক এর মা একছিডেন্ট করছে। রক্ত লাগবে।তোর আর মোস্তাক এর মায়ের রক্তের group একই।

- অকে আমি এখনই যাচ্ছি। কিন্তু আমার রক্তের group A+ তা তুই কেমনে যানলি।

- আরে আমি যখন কারো number মোবাইলে save করি তখন অর নামির সাথে blood group টাও save করি রাখি।আর এমন করে আমার মোবাইল টা blood bank হয় গেছে। এগুলা নিয়া পরে কথা হবে, জলদি যা।

২.

-মোস্তাক দোস্ত মন খারাপ করিস না। ডাক্ততার তো কইল আন্টি এখন out of danger.

- হুম মন খারাপ না রে একটু ভয় লাগছিল। তোকে কে খবর দিছিলো?

- ওই তো শাহরিয়ার এর বাচ্ছা। চেংরাটা কাজের আছে।

- হুম।তুই তখন কি করতিছিলি?

- কি আর। ফেসবুক। তা ফেসবুকএ একটা status দিলেও তো পারতি।

- দিছিলাম।

- কই আমি তো দেখলাম না।

- দেখবি কেম্নে? পলা পাইন মিনিটে মিনিটে status দেয়।

- হুম।কি খাইছে, কি করছে,কি পরছে,কি খেলছে সব দিয়া দেয়।

- আমিও দিতাম। আর আজকে জখন দরকার পরলো তখন নিজেই চিপায় পরে গেলাম। আসলে বুজলি ইমন ফাকা একটা রাস্তায় যদি একটা ফুল ও পরে থাকে তাও দেখতে সুন্দর লাগে আর এক ডালা ফুল ও যদি ডাস্টবিনে থাকে তাও ভাল লাগে না। আমরা আসলে এই রকম পোস্ট দিয়া দিয়া ফেসবুক টাকেও ডাস্টবিন বানায় ফেলছি।

- আরে মামু দারুন এক খান কথা কইছো। এইটা নিয়া আইজ রাইতেই এক টা status দিমু।

to be continued....

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307317
০৫ মার্চ ২০১৫ দুপুর ১২:০৫
দ্য স্লেভ লিখেছেন : দারুন লাগল। চলুক। তবে আইডিয়াটা দারুন,ফোন নাম্বারের সাথে ব্লাড গ্রুপ। খুব কাজের কাজ করেছেন
307378
০৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
307415
০৫ মার্চ ২০১৫ রাত ০৮:২৭
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
309366
১৬ মার্চ ২০১৫ রাত ১১:২৫
শাহরিয়ার মোস্তাক ইমন লিখেছেন : আপনাদের কেও ওনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File