বাংলাদেশ বিদ্ধেষ: ভারতীয়রা যখন পাকিস্তান সমর্থক!

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৭ মার্চ, ২০১৬, ০৩:২২:৫৪ দুপুর



কলকাতার ইডেন গার্ডেন মাঠে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ছিল আলোচনায়। সামর্থ্যে ও অভিজ্ঞতায় পাকিস্তান দল হিসেবে এগিয়ে থাকলেও মাশরাফিদের জয় চেয়েছিল লাল-সবুজের লক্ষ, কোটি সমর্থক। চেয়েছিল এশিয়ার শক্তিধর দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ আসর আরো রাঙিয়ে তুলবে বাংলাদেশ।

আরও আশা ছিল কলকাতার ঐতিহ্যবাহী ওই মাঠে ব্যাপক সমর্থন পাবে বাংলাদেশ। বাংলাভাষীদেরও জোরালো সমর্থন পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু না, ভিন্ন চিত্র দেখা গেল গ্যালারিতে। দেখে মনে হয়েছে, এ যেন স্রোতের বিপরীতে চলা। লাল-সবুজের সমর্থকরাই সংখ্যালঘু হয়ে পড়েছিল গ্যালারিত!!

যে দেশে শুধু ক্রিকেটাররা না শুধুমাত্র পাকিস্তানি হওয়ার কারণে একজন গুণী শিল্পীকে লাঞ্ছিত হতে হয়, যে দেশে পাকিস্তানি বলে তার কনসার্ট বন্ধ করে দেয়া হয়, যে দেশে আইসিসির মনোনীত আম্পায়ারকে সিরিজ চলাকালে দেশে পাঠিয়ে দেয়া হয় শুধুমাত্র পাকিস্তানি হওয়ার কারণে আর সেই ভারতেই পাকিস্তানি সমর্থকদের সংখ্যা গতকালের (বুধবার) ম্যাচে টের পাওয়া গেছে। স্বয়ং ভারতীয়রাই সমর্থন দিয়েছে তাদের চিরশত্রু পাকিস্তানকে!!!



এ কি ভাবা যায়?? ভাবতে বাধ্য কারন বাংলাদেশের শত্রু মিত্রর কম্পাসটা ইদানিং ঘুরে গিয়েছে!! ৭১ এ সহায়তার উসিলায় যেই ভারতকে এতদিন বাংলাদেশের বন্ধু ভাবা হতো, সেই ভারত আজ স্বরুপে আবির্ভূত! গুন্ডে ছবির ‘ইন্ডিয়া ক্রিয়েট বাংলাদেশ’ থেকে শুরু করে ‘ক্রিকেট নিয়ে মওকা’ এবং ১৬ ডিসেম্বরে ভারতের সেনাদের বিজয় উৎসব পালন, এসব কিছুই ৭১ এ তাদের সহায়তার অন্তর্নিহিত উদ্দেশ্য প্রকাশ করে দেয়!!

আফ্রিদির সাকিবের জুতা তুলে দেয়ার দৃশ্যে বাংলাদেশিরা যেখানে আফ্রিদিকে বাহবা দিচ্ছে, সেখানে ভারতীয় সামাজিক মাধ্যমগুলোতে বলা হচ্ছে বাংলাদেশ যেহেতু কখনোই বিশ্বকাপ জিততে পারবে না, সেহেতু আফ্রিদি বিশ্বকাপ হিসেবেই জুতাটা বাংলাদেশের হাতে তুলে দিয়েছে!!!

কেমন ঘৃণ্য প্রচারণা। এমন প্রচারণার জন্য বাংলাদেশিরাও দায়ি। কারন তারাও ট্রলের নামে ভারতকে অতিরিক্ত ব্যাঙ্গ বিদ্রুপ করেছে। কিন্তু সেটার কাউন্টারে ভারতীয়দের অবস্থান কি তাদের চিরশত্রু পাকিস্তান সাপোর্টে গিয়ে ঠেকবে??

মানলাম বাংলাদেশের অতি উৎসাহী ভক্তকুল বেয়াক্কেলের মত ভারতকে ব্যাঙ্গ বিদ্রুপ করেছে। কিন্তু ভারতের স্বয়ং খেলোয়াড়গন কেনো এমন আচরণ করছেন?? জাদেজারা টুইটারে এমন বিদ্ধেষপূর্ন টুইট করছেন কেনো??

ওপার বাংলার অনেকেই মুখে ফেনা তুলে ফেলেন যে, অনেকে আবার বলেই ফেলেন ‘একই বৃত্তে দুটি ফুল’ আমরা ভাই-ভাই, জনপ্রিয় নায়ক দেব তো বলেই দিয়েছেন দুই বাংলাকে না কি তিনি এক করবেন। এসব শুধু ব্যবসায়ীক ও রাজনৈতিক কারণে। ভালোবাসার তাগিদে নয়। তারই দেশের বাঙালিপ্রেম তো দেখা হয়েই গেছে। ইডেনের মাঠে পশ্চিমবঙ্গের সমর্থকদের পাকিস্তান সমর্থনই বলে দেয় আসলে তারা আমাদের কী? শত্রু নাকি বন্ধু??

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জগমোহন ডালমিয়া বেঁচে থাকলে হয়তো লজ্জাই পেতেন তার রাজ্যের অধিবাসীদের পাকিস্তান প্রেমে হাবুডুবু খাওয়া দেখে। অবশ্যই তিনি কষ্ট পেতেন, কারণ তিনি যে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের রূপকার তার রাজ্যের বাঙালিরা বাঙালিদের সমর্থন দিচ্ছে না সমর্থন দিচ্ছে পাকিদের। ভালো তো ভালো না, কারণ শত্রুর শত্রু তো বন্ধুই হয়, তাই না! ওরা তো তাই মনে করে।

যারা “খেলার মধ্যে রাজনীতি আনবেননা” নামক আজাইরা প্যাঁচাল পাড়বেন তারা ওবায়দুল কাদেরের এই(শত্রু ও মিত্রর বিপক্ষে জেতার অনুভূতি এক নয়) বক্তব্যটা পড়ে নিবেন।

বিষয়: বিবিধ

৩৮৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362749
১৭ মার্চ ২০১৬ বিকাল ০৫:১০
কুয়েত থেকে লিখেছেন : বাংলাদেশ যখন ক্ষতি গ্রস্থ হবে তখনই ভারত আনন্দিত হবে এটা প্রমানিত সত্য। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
362773
১৭ মার্চ ২০১৬ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : ভারত কোনদিনও বাংগালী মুসলীমদে বন্ধু ছিল না আর হবেও না৷ধন্যবাদ৷
362990
২০ মার্চ ২০১৬ সকাল ০৬:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : খেলার মধ্যে রাজনীতি আনা যাবেনা কিন্তু খেলার কোন কাজটা রাজনীতিকে বাদ দিয়ে হচ্ছে! যাই হোক, আমি রাজাকার তাই পাক সাপোর্টার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File