কামরুল সাহেব, রায়টা আপনিই লিখে দিন!

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৫ মার্চ, ২০১৬, ০৯:৫০:৪৭ রাত



শনিবার একটি অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যে অনুমান করা যাচ্ছে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল নাও থাকতে পারে। তাই প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাসেমের আপিল পুনরায় শুনানি করা উচিৎ। ”

বটতলার উকিল খাদ্যমন্ত্রী কামরুলকে অনেকে গমরুলও বলেন। কারন পঁচা গম আমদানি ও চুরিতে তার অসামান্য কৃতিত্ব রয়েছে।

এসব চোর বাটপারদের ধৃষ্টতা ইদানিং সীমা অতিক্রম করেছে। স্বাধীন(??) বিচার বিভাগ যেনো তাদের অঙ্গুলী হেলনে কাতচিত হয়!!!

অবৈধ ক্ষমতার দাপটে এসব চোর বাটপারের অবস্থা অনেকটা আগুনের চেয়ে পাতিল গরমের মত!! প্রধানমন্ত্রীর চাইতেও যেনো কয়েক ধাপ এগিয়ে ওরা!! কার রায় কি হবে, কাকে মৃত্যুদন্ড দিতে হবে সব যেনো ওদের কথা মতই হবে!!

সব যেনো মগেরমুল্লুক!! বিচারের রায় কি হবে না হবে এসব কি কোনো মন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে?? একজন মন্ত্রীর প্রকাশ্যে এমন মন্তব্যের পরও বিচার কিভাবে স্বচ্চ কিংবা নিরপেক্ষ থাকে?? টার্গেটই যখন ফাঁসি দেয়া, সিদ্ধান্তই যখন ফাঁসি দেয়া, তখন বিচারের নামে তামাশার কি প্রয়োজন?? ধরে ধরে ঝুলিয়ে দিলেই তো হয়!! কিংবা রায়টা আপনিই লিখে দিন!!!

তবে মনে রাইখেন, আপনাদের এসব ধৃষ্ঠতার রেকর্ড কিন্তু খুব সুন্দরভাবেই সংরক্ষণ করা হচ্ছে। ক্ষমতার দাপট যখন চলে যাবে, মন্ত্রীপাড়া থেকে যখন বটতলায় ট্রান্সপার হবেন, ট্রাইব্যুনাল কি জিনিস তখন হাড়ে হাড়ে টের পাইবেন।

হাকিম নড়লেও হুকুম নড়েনা। আপনাদের তৈরি এই ট্রাইব্যুনালের কাঠগড়ায়ই একদিন আপনাদেরকে দাঁড় করানো হবে। চল্লিশ বছর আগের কোনো বানোয়াট সাক্ষ্যের ভিত্তিতে নয়, জলজ্যান্ত চাক্ষুষ সাক্ষ্যর ভিত্তিতেই।।

বিষয়: বিবিধ

৭৬০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361527
০৫ মার্চ ২০১৬ রাত ১০:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই ফিরে আসায় শুরুতেই অভিনন্দন জানাই।

এখন যাই লেখাটা পড়ে আসি
আর হ্যাঁ, অনুরোধ রাখার শুকরিয়া
361528
০৫ মার্চ ২০১৬ রাত ১০:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : কামরুল শুধু শুনানীর কথাই বলেনি, বলেছে প্রধান বিচারপতি যেন তাঁর গদিটাও ছেড়ে দেয়।

এগুলোকে দেখলে, কথা শুনলে মনে হয়, একটা নর্দমা থেকে ঊঠে এসেছে।
০৫ মার্চ ২০১৬ রাত ১০:১৩
299599
আহমেদ ফিরোজ লিখেছেন : হুম.. শুধু কামরুল নয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও গদি ছাড়ার কথা বলেছে। এজন্যই বললাম, বিচারের নামে তামাশার দরকার কি?? রায়টা তারা লিখে দিলেই তো পারে।
361529
০৫ মার্চ ২০১৬ রাত ১০:১১
আহমেদ ফিরোজ লিখেছেন : আসলে ইদানিং কমই লিখি। যদিও বরাবরই লিখার হাত আমার ভালো না। যা পাই হযবরল কিছু লিখি। তবে সাইটে ঢুকতে সমস্যার কারনেই মুলত গ্যাপটা বেশি হয়েছে। জাজাকাল্লাহ।
০৫ মার্চ ২০১৬ রাত ১০:১৪
299600
গাজী সালাউদ্দিন লিখেছেন : এটা আমি মোটেও বিশ্বাস করিনা। আপনার খুবই ভালো। বিশেষ করে আবেগবিবর্জিত।
361574
০৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৩৯
হতভাগা লিখেছেন : যুদ্ধাপরাধীদের বিচারের রায় যদি সঠিক না হয় তাহলে ইমরান-লাকিরা আবারও শাহবাগে নেমে আসবে ।
০৬ মার্চ ২০১৬ সকাল ১১:০১
299631
আহমেদ ফিরোজ লিখেছেন : সঠিক রায় নয়, ফাঁসি না হলেই ওনারা গাঞ্জামঞ্চে নেমে আসবেন। নইলে যে উচ্ছিষ্ট সাপ্লাই বন্ধ হয়ে যাবে।
361595
০৬ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন লাগলো
অনেক ধন্যবাদ
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:২১
299913
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File