১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৫ আগস্ট, ২০১৫, ০১:৫১:৪১ দুপুর
আজ ১৫ই আগস্ট।
ইসলামী শিক্ষা দিবস।
১৯৬৯ সালের আজকের এই দিনে ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে কথা বলতে গিয়ে বাম রাম ধর্মনিরপেক্ষতা বাদী ও সমাজতন্ত্রী সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক।
সেই থেকেই এই দিনটিকে ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।
যেভাবে শহীদ হন আব্দুল মালেক: স্বাধীনতা পূর্ব তৎকালিন পূর্ব পাকিস্তানে সর্বশেষ শিক্ষা কমিশন গঠন করা হয় ১৯৬৯ সালে । এতে শিক্ষা ব্যবস্থার আদর্শিক ভিত্তি কি হবে, তা নিয়ে জনমত জরিপের আয়োজন করা হয় । এর অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে ১৯৬৯ সালের ১২ আগষ্ট টি.এস.সি তে আয়োজন করা হয় একটি আলোচনা সভার । এই আলোচনা সভায় বামপন্থীদের বিরোধীতামুলক বক্তব্যের মধ্যে শহীদ আব্দুল মালেক মাত্র ৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পান ।
অসাধারন মেধাবী বাগ্মী আব্দুল মালেকের সেই ৫ মিনিটের যৌক্তিক বক্তব্যে সভার মোটিভ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় । উপস্থিত শ্রোতারা আব্দুল মালেকের বক্তব্যের সাথে ঐক্যমত্য পোষণ করে । আব্দুল মালেকের ত্বত্ত্ব ও যুক্তিপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য ক্ষিপ্ত করে দেয় ইতোপূর্বে বক্তব্য রাখা ইসলাম বিরোধী বক্তাদের ।
এই ঘটনার প্রেক্ষিতে যুক্তি ও বাস্তবতার লড়াইয়ে পরাজিত বাম ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন গংদের নেতৃত্বে আক্রমন চালায় ছাত্রদের ওপর । সকল সংগীকে নিরাপদে বিদায় দিয়ে শহীদ আব্দুল মালেক সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাবার পথে লোহার রড-হকিষ্টিক নিয়ে তার ওপর ঝাপিয়ে পড়ে পিশাচ বাহিনী ধর্মনিরপেক্ষ ও বাম সন্ত্রাসীরা ।
হায়েনাদের উপর্যুপুরি হামলায় রক্তাক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম সেরা ছাত্র আব্দুল মালেক । অবশেষে তিনদিন পর ১৫ আগষ্টে শাহাদাতের অমীয় সুধা পান করেন তিনি।
শহীদ আব্দুল মালেক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন এক নজরে শহীদ আবদুল মালেক এবং ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রপথিক শহীদ আব্দুল মালেক
আজ শহীদ আব্দুল মালেকের ৪৬তম মৃত্যুবার্ষিকী।
এই মহান ব্যাক্তির মৃত্যুবার্ষিকী ও ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে এদেশের মেধাবী ছাত্রদের সর্ববৃহৎ দুর্জয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষনা করেছে বেশ কিছু কর্মসূচীর। তারমধ্যে রয়েছে-
১.কুরআন খানি ও দোয়া
২. আলোচনা সভা
৩. শিক্ষা উপকরণ বিতরণ
৪. রচনা প্রতিযোগিতা (ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা, ইসলামী শিক্ষার রূপরেখা)
৫. কুইজ প্রতিযোগিতা
৬.দেয়ালিকা প্রকাশ
৭. শিক্ষা বৃত্তি প্রদান
ইসলামী শিক্ষাদিবসের এই দিনে আমরা জাতীয়ভাবে এমন একটি শিক্ষাব্যবস্থা প্রণয়নের আহ্বান জানাই, যেই শিক্ষা ব্যবস্থা একটি নৈতিকতা সম্পন্ন, আদর্শ জাতি উপহার দিতে সক্ষম হবে। আমাদের আহ্বানকৃত শিক্ষাব্যবস্থার রুপরেখা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন শিক্ষাব্যবস্থার ইসলামী রুপরেখা
অবশেষে আল্লাহর দরবারে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রাণপুরুষ শহীদ আব্দুল মালেককে শহীদ হিসেবে কবুল ও তাকে বেহেস্তের সর্বোচ্চ মর্জাদা কামনা করছি।
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন